03/12/2025 বিপিএল দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারতে চান শরিফুল
নট আউট ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৪ ১৮:৩৪
নট আউট ডেস্কঃ সদ্য বিদায়ী বছরটা দারুণ কেটেছে টাইগার পেসার শরিফুল ইসলামের। বছরের শুরুর দিকে ইনজুরির সঙ্গে লড়াই করা পঞ্চগড়ের এই পেসার বছরটা শেষ করেন দেশের পক্ষে সর্বোচ্চ ৫২ উইকেট শিকার করে। দিন তিনেক বাদে পর্দা উঠতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শরিফুল ইসলাম খেলবেন রাজধানী ঢাকার হয়ে। ‘জিতবে ঢাকা, পারলে ঠেকা’ স্লোগান নিয়ে বিপিএলের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে শরিফুলের দুর্দান্ত ঢাকার। গত বছরের ফর্মটা ঢাকার জার্সিতে বিপিএলেও ধরে রাখতে চান শরিফুল।
দুর্দান্ত ঢাকার প্রথম দিনের অনুশীলনে ছিলেন না শরিফুল। তবে দ্বিতীয় দিন ঠিকি হাজির হয়েছেন দলীয় অনুশীলনে, মিরপুর ছাড়ার আগে এদিন তিনি কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে। সেখানে তিনি বলেন, ‘গত বছরটা আমার খুব ভালো গেছে, বিশেষ করে শেষ ৬-৭ মাস। নতুন বছরে বিপিএল দিয়েই ক্রিকেটে ফিরব। চেষ্টা থাকবে সেই ফর্মটা ধরে রাখার।’
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে চলতি বছরের মাঝামাঝিতে বসবে এবারের বিশ্ব টি-টোয়েন্টির আসর। বিপিএল দিয়েই তাই বিশ্বকাপের জনু নিজেকে প্রস্তুত করতে চান শরিফুল ইসলাম। তিনি আরও বলেছেন, ‘বিপিএল অনেক সাহায্য করবে। যেহেতু সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমাদের এটিই (মূল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সবাই চাইবে নিজেদের সেরাটা দিয়ে পারফর্ম করতে, আর নতুন কিছু করতে। এটা বিশ্বকাপেও আমাকে সাহায্য করবে।’
-নট আউট/টিএ