03/12/2025 কুমিল্লাকে হারিয়ে দুর্দান্ত ঢাকার ‘দুর্দান্ত’ শুরু
নট আউট ডেস্ক
১৯ জানুয়ারী ২০২৪ ১৮:১৬
নট আউট ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের উদ্বোধনী ম্যাচে শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছিল দুর্দান্ত ঢাকা। শক্তিমত্তায় ঢাকার চাইতে অনেকটা এগিয়ে থাকা কুমিল্লা মাঠের খেলায় সেটা প্রদর্শন করতে হয়েছে ব্যর্থ। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে দিয়েছে কাগজে-কলমের দুর্বল দলটি।
শুক্রবার (১৯ জানুয়ারি) টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল দুর্দান্ত ঢাকা। প্রথমে ব্যাটিংয়ে নেমে ইমরুল কায়েসের ফিফটি ও তাওহীদ হৃদয়ের চল্লিশোর্ধ্ব রানের ইনিংসে ভরে করে ঢাকাতে ১৪৪ রানের লক্ষ্য দেয় কুমিল্লা। ঢাকার পক্ষে ইনিংসের শেষ ওভারে হ্যাটট্রিক করেন শরিফুল ইসলাম। জবাবে দিতে নেমে গুনাথিলাকা ও নাইম শেখের শতাধিক রানের উদ্বোধনী জোট কাজটা করে দেয় সহজ। শেষ পর্যন্ত পাঁচ উইকেটের জয়ে বিপিএলে শুভসূচনা করল রাজধানীর দলটি।