03/12/2025 হার দিয়েই শুরু মাশরাফির সিলেটের
নট আউট ডেস্ক
১৯ জানুয়ারী ২০২৪ ২৩:১৯
নট আউট ডেস্কঃ ৫৯ রানে ৩ উইকেট খুইয়ে বেশ চাপেই পড়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এরপর নাজিবুল্লাহ জাদরান ও শাহাদাত দিপুর জুটি জমে উঠে বেশ। যদিও দু'জনই দফায় দফায় তুলেছিলেন ক্যাচ। কিন্তু সেগুলো লুফতে ব্যর্থ হয়েছে সিলেটের ফিল্ডাররা। একই সাথে ম্যাচটাও লুফতে ব্যর্থ হয় দলটি। নাজিবুল্লাহ-দিপুর শতক ছাড়ানো জুটিতে জয় নিয়েই মাঠ ছাড়ে চট্টগ্রাম।
মিরপুরে এদিন দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল গেলবারের রানার্সআপ সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আগে ব্যাটিংয়ে নেমে জাকির হাসানের ফিফটি ও মিঠুনের চল্লিশোর্ধ্ব রানের ইনিংসে ভর করে ১৭৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করার সিলেট। জবাবে শাহাদাত দিপু ও নাজিবুল্লাহর ঝড়ে দাপুটে জয় পায় চট্টগ্রাম।