03/12/2025 তামিমের কাছে হারল সাকিব, জয়ে শুরু বরিশালের
নট আউট ডেস্ক
২০ জানুয়ারী ২০২৪ ১৭:০৬
নট আউট ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের শনিবারের দিনের প্রথম ম্যাচটা ছিল ফরচুন বরিশালের সঙ্গে রংপুর রাইডার্সের। তবে, দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন মূলত দুই দলের দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালের। ব্যাট হাতে তামিম এদিন রানের দেখা পেলেও প্রত্যাশা মেটাতে ব্যর্থ হয়েছেন সাকিব। যদিও বল হাতে বিশ্বসেরা অলরাউন্ডার সেটা দিয়েছেন পুষিয়ে।
মিরপুরে এইদিন আগে ব্যাট করে খালেদ আহমেদের তোপে ১৩৪ রানের বেশি তুলতে পারেনি রংপুর রাইডার্স। জবাবে তামিম ইকবাল বরিশালকে এনে দেন দারুণ শুরু। শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদের দুই ছক্কায় জয় নিয়েই মাঠ ছাড়ে বরিশাল। ৫ উইকেটের এই জয়ে বিপিএলেও শুভসূচনা করল দলটি।