03/12/2025 হারের স্বাদ পেয়েছে চট্টগ্রাম, জয়ে শুরু খুলনার
নট আউট ডেস্ক
২০ জানুয়ারী ২০২৪ ২২:২৩
নট আউট ডেস্কঃ জয় দিয়েই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর শুরু করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচেই হারের স্বাদ পেয়েছে বন্দর নগরীর দলটি। অন্যদিকে জয় দিয়েই আসর শুরু করেছে খুলনা টাইগার্স।
মিরপুরে এদিন আগে ব্যাট করতে নেমে শুরুতেই খুলনার স্পিনার নাহিদুলের স্পিন ঘূর্ণিতে খেই হারায় চট্টগ্রাম। তাতেই শঙ্কা জাগছে দলীয় একশ পার করার আগেই গুটিয়ে যাওয়ার। এরপরই চট্টলার হালটা ধরেন পেসার শহিদুল ইসলাম। ক্যারিয়ার সেরা ইনিংসে শহিদুল একাই করেন ৪০ রান। তাতেই ১২১ রানের সম্মানজনক সংগ্রহ পায় চট্টগ্রাম। খুলনার নাহিদুল কিপ্টে বোলিংয়ে নেন এক হালি উইকেট।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে বিপাকে পড়ে খুলনা। এরপর দলের হাল ধরেন আফিফ হোসেন ও মাহমুদুল জয়৷ দু'জনের ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে জয়ের পথেই থাকে খুলনা। আফিফ ফিরে গেলেও দলকে জয়ের বন্দরেই নিয়ে যান জয়। শেষ পর্যন্ত ১০ বল ও ৪ উইকেট হাতে রেখেই আসরে প্রথম জয় তুলে নেয় রূপসা পাড়ের দলটি।
-নট আউট/টিএ