03/12/2025 লুইস ঝড়ে উড়ে গেল তামিমের ফরচুন বরিশাল
নট আউট ডেস্ক
২২ জানুয়ারী ২০২৪ ২২:১২
নট আউট ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সোমবারের দিনের দ্বিতীয় ম্যাচটা ছিল হাইস্কোরিং৷ এই ম্যাচে মুখোমুখি হয়েছিল জয় দিয়ে আসর শুরু করা খুলনা টাইগার্স ও ফরচুন বরিশালের। দু'দলের সামনেই তাই ছিল টানা দুই জয় তুলে নেওয়ার। এমন ম্যাচে ব্যাটিংটা দারুণ হলেও বোলিংটা যুতসই হয়নি বরিশালের। তাতেই হেসেখেলে দাপুটে জয় পেয়েছে খুলনা টাইগার্স।
মিরপুরে এদিন আগে ব্যাট করতে নেমে তামিম ইকবালের ব্যাটে দারুণ শুরু পেয়েছিল ফরচুন বরিশাল। বিপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৩ হাজার রানের কীর্তি গড়ার দিনে তামিম খেলেছেন ৪০ রানের ইনিংস। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদও খেলেছেন কার্যকরী এক ইনিংস। তবে, কাজের কাজটা করেছেন মুশফিকুর রহিমই। খেলেছেন ৬৮ রানের হার না মানা ইনিংস। অভিজ্ঞ এই ক্রিকেটারের ব্যাটে চড়েই ১৮৭ রানের পাহাড় গড়ে বরিশাল।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে এভিন লুইসের ব্যাটে বিধ্বংসী শুরু পায় খুলনা। বরিশালের বোলারদের পাহাড় বোলাররা বানিয়ে চলতি আসরে দ্রুততম (২১ বলে) ফিফটি হাঁকান এই ক্যারিবিয়ান। তাতেই পাওয়ার প্লে'র ৬ ওভারে খুলনা তোলে ৮৭ রান৷ যা কিনা বিপিএলের ইতিহাসে পাওয়ার প্লেতে তোলা সর্বোচ্চ রানের রেকর্ডও। লুইস ঝড় থামলে আফিফ-বিজয়দের থামাতে পারেনি ফরচুন বরিশালের বোলাররা। কার্যত তাতেই ম্যাচ থেকে ছিটকে যায় দলটি।
ফিফটি তুলে নেন খুলনার অধিনায়ক এনামুল হক বিজয়। দারুণ খেলতে থাকা আফিফ ফিরেন চল্লিশোর্ধ্ব রানের ইনিংস খেলেন। এরপর বিজয়কে নিয়ে বাকি কাজটা সারেন শাই হোপ। শেষ পর্যন্ত ১২ বল ও ৮ উইকেট হাতে রেখেই দাপুটে জয় তুলে নেয় খুলনা টাইগার্স।
-নট আউট/টিএ