03/12/2025 ঘরের মাঠে হারের হ্যাটট্রিক পূর্ণ সিলেটের
নট আউট ডেস্ক
২৬ জানুয়ারী ২০২৪ ২২:৪০
নট আউট ডেস্কঃ সিলেটের টিপিক্যাল বাউন্সি উইকেটে হয় রান উৎসব, বিগত বছরগুলোতে হয়ে আসছিল এমনটাই। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব শুরু হতে না হতেই এবার দেখা গেল ভিন্ন চিত্র। প্রথম দিনের খেলায় ছড়িটা ঘুরিয়েছে বোলাররাই। তাতেই দিনে হেরেছে রংপুর, রাতেরটায় স্বাগতিক সিলেট।
বোলারদের নৈপুণ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে এদিন অল্পতেই আটকে দিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। কিন্তু সেই রান তাড়া করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। আলিশ আল ইসলামের স্পিন ঘূর্ণিতে খেই হারায় সিলেট। তাতেই চলতি আসরে টানা তৃতীয় হারের লজ্জায় পড়ে দলটি। অন্যদিকে হার দিয়ে আসর শুরু করা কুমিল্লা পেয়েছে টানা দুই জয়।
সিলেটে এদিন আগে ব্যাট করতে নেমে সিলেটের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি কুমিল্লার ব্যাটাররা। ইনিংস সর্বোচ্চ ৩০ রান করেন ইমরুল কায়েস। এছাড়া জাকির আলি করেন ২৯ রান। খুশদিল করেন ২১ রান। তাতেই ৮ উইকেট খুইয়ে কুমিল্লা পায় ১৩০ রানের পুঁজি। সিলেটের পক্ষে সামিত প্যাটেল নেন ৩ উইকেট। এনগারাভার শিকার ২ উইকেট।
১৩১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে আলিশের স্পিনে খেই হারায় সিলেট। তাতেই বোর্ডে মাত্র ২৮ রান তুলতে ৬ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকেই ছিটকে যায় স্বাগতিকরা। এরপর জাকির হাসান খানিকটা লড়াইয়ের করেন চেষ্টা। তাকে সঙ্গ দেন রায়ান বার্ল। কিন্তু ২ রানের ব্যবধানে দু'জনই ফিরেছেন রোস্টন চেজের শিকার হয়ে।
বার্ল করেন ১৪ রান। ইনিংস সর্বোচ্চ ৪১ রান আসে জাকিরের ব্যাট থেকে। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে মাত্র ৭৮ রানে গুটিয়ে যায় মাশরাফির সিলেট। ফলে, ৫২ রানের বড় জয় তুলে নেয় কুমিল্লা। দলটির পক্ষে আলিশের শিকার ৪ উইকেট। চেজ নেন ২ উইকেট।
-নট আউট/টিএ