03/12/2025 ফের শঙ্কা জাগলো তাসকিনকে ঘিরে
নট আউট ডেস্ক
২৮ জানুয়ারী ২০২৪ ১০:৪১
নট আউট ডেস্কঃ বিশ্বকাপটা খেলেছিলেন কাঁধে চোট নিয়েই। নামের প্রতি সুবিচার করতেও তাই হয়েছেন ব্যর্থ। চোট কাটিয়ে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে মাঠে ফিরেছেন। কিন্তু তাতেই ফের পড়লেন চোটে। বলছিলাম দুর্দান্ত ঢাকার হয়ে বিপিএল মাতানো টাইগার পেসার তাসকিন আহমেদের কথা। বিপিএলে রংপুরের বিপক্ষে বল হাতে শুরুটা দারুণ করেছিলেন তাসকিন।
২ ওভার করে ১৪ রান খরচ করে নিয়েছেন বিধ্বংসী ব্রেন্ডন কিংয়ের উইকেট। কিন্তু দুই ওভারের পর তাকে আর বল হাতে নিতে দেখা গেলো না। এমনকি ঢাকার ইনিংসেও ৯ উইকেট পড়ার পর, ব্যাট করতে নামেননি। তাতেই দেখা দেয় শঙ্কা। তবে কি তাসকিন চোটে পড়েছেন? সেই চোটই কতটা বা গুরুতর? ম্যাচ শেষে ঢাকার হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন আরেক পেসার শরিফুল ইসলাম। স্বাভাবিকভাবেই এই পেসারকে করা প্রথম প্রশ্নটাই ছিল তাসকিনকে নিয়ে।
শরিফুল ইসলাম অবশ্য টাইগার সমর্থকদের খানিকটা আস্বস্তই করেছেন। জানিয়েছেন চোট খুব একটা গুরুতর নয় তাসকিনের। তিনি বলেন, ‘উনার (তাসকিন) পিঠটা একটু স্টিক করেছিল, শক্ত হয়ে পড়েছিল। তাই ঝুঁকি নিতে চায়নি দল, উনিও ঝুঁকি নিতে চাননি। কারণ সামনে অনেক খেলা আছে। আরেকটা ওভার করলে যদি লেগে যায়, তার জন্যই আরকি উনাকে সেফ করা।’
তাসকিন শুরুটা ভালোই করেছিলেন। কিন্তু কোটার চার ওভার করতে পারেননি পূরণ। খেসারতটা তাই দিতেই হয়েছে ঢাকাকে। বাকি বোলারদের নখদন্তহীন বোলিংয়ে এদিন রংপুর গড়েছিল রানের পাহাড়। তাসকিন বোলিং করতে পারলে সেটা সম্ভব হতো না বলেই মনে করেন শরিফুল। বাঁহাতি এই পেসার আরও বলেন, ‘যদি আমরা কিছু রান কম দিতাম। যদি তাসকিন ভাই ওই দুইটা ওভার করতে পারতো। হয়তো কিছু রান কম হতো। দুইটা উইকেটও হয়তো পড়তো। খেলাটা অন্যরকম হতে পারতো।’
-নট আউট/টিএ