03/12/2025 টস জিতে খুলনাকে ফিল্ডিংয়ে পাঠাল দুর্দান্ত ঢাকা
নট আউট ডেস্ক
২৯ জানুয়ারী ২০২৪ ১৮:১৬
নট আউট ডেস্কঃ চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একমাত্র অপরাজেয় দলটির নাম খুলনা টাইগার্স। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে শতভাগ জয় পেয়েছে এনামুল বিজয়ের দলটি। অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে আসর শুরু করে চমক দিয়েছিল দুর্দান্ত ঢাকা। যদিও সেই ছন্দটা গত দুই ম্যাচে ধরে রাখতে পারেনি দলটি।
সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে খুলনা টাইগার্স ও দুর্দান্ত ঢাকা। খুলনার সামনে লক্ষ্য যখন জয়ের ধারা ধরে রাখার, তেমনি ঢাকার সামনে চ্যালেঞ্জ জয়ের ফেরার। ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। যেখানে টস ভাগ্যটা সহায় হয়েছে ঢাকার অধিনায়ক মোসাদ্দেক সৈকতের। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে রাজধানী ঢাকার দলটি।
দুর্দান্ত ঢাকা : মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরীফুল ইসলাম, এসএম মেহরাব, ইরফান শুক্কর, নাঈম শেখ, ওসমান কাদির, সাইম আইয়ুব, গুলবাদিন নাইব ও অ্যালেক্স রোস।
খুলনা টাইগার্স : এনামুল হক বিজয় (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, দাসুন শানাকা, ইভেন লুইস, আফিফ হোসেন, ওয়াসিম জুনিয়র, হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোহাম্মদ নাওয়াজ, নাসুম আহমেদ ও নাহিদুল ইসলাম।
-নট আউট/টিএ