03/12/2025 বিপিএলের শেষ দিকে দেখা মিলবে ব্যাটার সাকিবের
নট আউট ডেস্ক
৩১ জানুয়ারী ২০২৪ ১২:২০
নট আউট ডেস্কঃ চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দেখা মিলেছে ভিন্ন এক সাকিব আল হাসানের। চোখের সমস্যার কারণে রংপুর রাইডার্সের হয়ে সাকিব খেলছেন কেবল বোলাররা হিসেবেই। চলতি আসরে এখন পর্যন্ত কেবল দুই ম্যাচেই ব্যাট হাতে নেমেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বাদবাকি ম্যাচগুলোয় সাকিব খেলছেন যেন এগারো নাম্বার ব্যাটার হিসেবেই।
ব্যাট হাতে আবারও কবে সাকিবকে দেখা যাবে মাঠে। আপাতত এটাই প্রশ্ন দেশের ক্রিকেটে। অবশ্য এর উত্তরটা দিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। গতকাল (মঙ্গলবার) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিব ইস্যুতে সবকিছুই খোলাসা করেন সোহান। রংপুর অধিনায়ক জানিয়েছেন, টুর্নামেন্টের শেষদিকে ব্যাটার সাকিবের মিলতে পারে দেখা।
রংপুরের অধিনায়ক বলেছেন, ‘আমার কাছে মনে হয় যে, অনুশীলন করছেন। তিনি নিজে নিজেও অনুশীলন করছেন এমনকি অফ ডেতেও অনুশীলন করছেন। চোখের যে সমস্যাটা রয়েছে এটা ভালো হচ্ছে আস্তে আস্তে। টুর্নামেন্টের শেষদিকে পুরো দমে সাকিব ভাইকে ব্যাটিংয়ে দেখতে পারব।’
ব্যাট হাতে সাকিবের সার্ভিস রংপুর রাইডার্স না পেলেও বল হাতে সেটা পুষিয়ে দিচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে, দলে সাকিবের উপস্থিতিটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন রংপুরের অধিনায়ক। তিনি আরও বলেন, ‘সাকিব ভাই বিশ্বের সেরা অলরাউন্ডার। উনি চোখের সমস্যার জন্য একটু ভুগছেন। আমার কাছে মনে হয় সাকিব ভাইয়ের মাঠে উপস্থিত থাকাটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ।’
-নট আউট/টিএ