03/12/2025 টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কুমিল্লার
নট আউট ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:০৭
নট আউট ডেস্কঃ চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৩তম ম্যাচে মুখোমুখি হয়েছে চমক দেখানো খুলনা টাইগার্স ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টানা চার জয়ে আসর শুরু করা খুলনা হেরেছে নিজেদের শেষ ম্যাচে। অন্যদিকে পাঁচ ম্যাচ খেলা কুমিল্লা তিন জয়ের বিপরীতে হেরেছে দুই ম্যাচে।
পয়েন্ট টেবিলের তিন ও চার নম্বর দলের লড়াইয়ে টস জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভিক্টোরিয়ান্সের অধিনায়ক লিটন দাস। বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ।
খুলনার একাদশ : এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, আফিফ হোসেন ধ্রুব, পারভেজ হোসেন ইমন, আকবর আলী, ফাহিম আশরাফ, মোহাম্মদ নাওয়াজ, নাহিদুল ইসলাম, মুকিদুল ইসলাম, ওয়াসিম জুনিয়র ও নাসুম আহমেদ।
কুমিল্লার একাদশ : মোহাম্মদ রিজওয়ান, উইল জ্যাকস, লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহীদ হৃদয়, খুশদিল শাহ, আমির জামাল, জাকের আলী, তানভীর ইসলাম, আলিস ইসলাম, মোস্তাফিজুর রহমান।
-নট আউট/টিএ