03/12/2025 টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত খুলনার
নট আউট ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৫৮
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা চার ম্যাচ জিতে দুর্দান্ত শুরু করেছিল খুলনা টাইগার্স। তবে, সবশেষ দুই ম্যাচে হারের স্বাদ পেয়েছে এনামুল হক বিজয়ের দল। অন্যদিকে আট ম্যাট খেলে মাত্র দুই ম্যাচে জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। প্লে-অফের রেস থেকেও ইতিমধ্যেই ছিটকে গেছে দলটি। শুক্রবার ( ৯ ফেব্রুয়ারি) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইগার্স।
পিএসলের জন্য পাকিস্তানি ক্রিকেটাররা চলে যাওয়ায় বেশ বিপাকেই পড়েছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। বাদ যায়নি খুলনা টাইগার্সও। সিলেটের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচ দলে তাই হাফ ডজন পরিবর্তন আনতে হয়েছে দলটিতে। তিন পাক তারকা ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ ও ওয়াসিম জুনিয়র চলে যাওয়ায়, খুলনা আজ নেমেছে তিন বিদেশি ক্রিকেটার নিয়ে।
এছাড়া খুলনার একাদশে ফিরেছেন টাইগার পেসার রুবেল হোসেন। খুলনার একাদশে রয়েছেন ক্যারিবীয় তারকা মার্ক দয়ালও। এদিকে সিলেটের একাদশে ফিরেছেন সাঞ্জামুল ইসলাম। বাদ পড়েছেন নাইম হাসান।
সিলেট স্ট্রাইকার্স একাদশ: নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), জাকির হাসান, তানজিম হাসান সাকিব, আরিফুল হক, রায়ান বার্ল, হ্যারি টেক্টর, সামিত প্যাটেল, সানজামুল ইসলাম, রেজাউর রহমান রাজা ও বেনি হা্ওয়েল।
খুলনা টাইগার্স একাদশ : এনামুল হক বিজয় (অধিনায়ক), ইভেন লুইস, আফিফ হোসেন ধ্রুব, পারভেজ হোসেন ইমন, সুমন খান, মার্ক দয়াল, কাসুন রাজিথা, নাহিদুল ইসলাম, রুবেল হোসেন, সোহানুর রহমান সোহান, নাসুম আহমেদ।
-নট আউট/টিএ