03/12/2025 কুমিল্লায় থামল রংপুরের জয়রথ
নট আউট ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৪ ২২:১৭
নট আউট ডেস্কঃ অবশেষে জয়রথ থামল রংপুর রাইডার্সের। টানা ৮ জয়ের পর গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে সাকিবরা হেরেছে কুমিল্লার কাছে। আগেই শেষ চার নিশ্চিত করে ফেলা রংপুরের জন্য ম্যাচটি ছিল কেবল আনুষ্ঠানিকতা সম্পন্নের। অন্য দিকে কুমিল্লার জন্যও ম্যাচটি ছিল নিয়মরক্ষার। যদিও এদিন জিতলেই প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত হয়ে যেত দলটির। এমন সমীকরণের ম্যাচে বেশ দাপটই দেখায় লিটনের কুমিল্লা।
সাগরিকায় এদিন টস হেরে ব্যাটিংয়ে নামা রংপুর খুব একটা সুবিধা করতে পারেনি। কুমিল্লার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতেই উইকেট হারায় দলটি। বাকিরা যখন ব্যাট হাতে ব্যর্থ তখন এদিনও হাসে সাকিবের ব্যাট। যদিও ইনিংসটা লম্বা হয়নি বিশ্বসেরা অলরাউন্ডারের। ফিরেছেন ২৪ রান করে। কুমিল্লার বোলারদের দাপটে এদিন অবশ্য ১০৭ রানেই ৯ উইকেট হারায় রংপুর।
এরপর একাই বুক চিতিয়ে লড়াই করেন জিমি নিশাম। তাতেই লড়াই করার পুঁজি পায় রংপুর। ৯ চার ও ২ ছক্কায় নিশাম খেলেন হার না মানা ৬৯ রানের ইনিংস। নিশামের ব্যাটে চড়েই সবকটি উইকেট হারিয়ে রংপুর তোলে ১৫০ রান। কুমিল্লার পক্ষে ৩ উইকেট করে নেন মুশফিক হাসান ও আন্দ্রে রাসেল। এছাড়া ম্যাথু ফ্রোড নেন ২ উইকেট।
মাঝারি লক্ষ্য তাড়া করতে নামা কুমিল্লা শুরুতেই হারায় সুনীল নারিন ও তাওহীদ হৃদয়ের উইকেট। এরপর অঙ্কনকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক লিটন দাস। দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। এই জুটিতেই কুমিল্লা পেরোয় দলীয় শতরানের গণ্ডি। কার্যত তাতেই ম্যাচ থেকে ছিটকে যায় রংপুর। ৪৩ রান করা লিটনকে ফিরিয়ে এই জুটি ভাঙেন সাকিব।
লিটন ফেরার পরের ওভারে ফিরেন ৩৯ রান করা অঙ্কন। এরপর বাদবাকি কাজটা সারেন মঈন আলি ও আন্দ্রে রাসেল। ৪টি করে চার ও ছক্কায় ৪৩ রানের বড় ইনিংস উপহার দেন রাসেল। ৬ উইকেটের জয়ে রংপুরের সঙ্গে প্রথম কোয়ালিফায়ার খেলা নিশ্চিত করল কুমিল্লা। রংপুরের পক্ষে এদিন ৩ উইকেট নেন সাকিব আল হাসান
-নট আউট/টিএ