03/12/2025 টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কুমিল্লার
নট আউট ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:২৭
নট আউট ডেস্কঃ চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে ( বিপিএল) প্রথম কোয়ালিফাইয়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স। লিগ পর্বের দুই দেখায় একটি করে জয় পেয়েছে দল দুটি। ফাইনালে ওঠার লড়াইয়ে আবারও মুখোমুখি হয়েছে রংপুর-কুমিল্লা।সোমবার (২৬ ফেব্রুয়ারি) টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
ফাইনাল নিশ্চিত করার মিশনে এদিন দু'দলের একাদশেই এসেছে একাধিক পরিবর্তন। রংপুর রাইডার্স একাদশে এনেছে তিনটি পরিবর্তন। যেখানে বাদ পড়েছে আগের ম্যাচে খেলা চার বিদেশির তিনজনই। তাঁদের পরিবর্তে একাদশে ফিরেছেন চলতি আসরে প্রথমবার মাঠে নামা নিকোলাস পুরান ও ফজল হক ফারুকী। এ ছাড়াও জাতীয় দলের ব্যস্ততা সেরে একাদশে ফিরেছেন মোহাম্মদ নবী।
অন্যদিকে টানা তৃতীয় ফাইনাল নিশ্চিতের মিশনে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মোহাম্মদ এনামুলের পরিবর্তে বিপিএলে অভিষেক হচ্ছে সদ্য যুব বিশ্বকাপ মাতিয়ে আসা তরুণ পেসার রেহনাতদৌল্লাহ বর্ষণ। এছাড় ম্যাথু ফোর্ডের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন জনসন চালর্স।
রংপুর রাইডার্স একাদশ : সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক), রনি তালুকদার , শেখ মেহেদী, শামীম হোসেন, হাসান মাহমুদ, আবু হায়দার রনি, নিকোলাস পুরান, ফজল হক ফারুকী, জিমি নিশাম ও মোহাম্মদ নবী।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ : লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহীদ হৃদয়, জনসন চালর্স, জাকের আলী, মঈন আলি, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রেহনাতদৌল্লাহ বর্ষণ, মুশফিক হাসান ও তানভীর ইসলাম।
-নট আউট/টিএ