03/13/2025 শেষ কবে ছক্কা মেরেছেন মনে নেই শান্তর
নট আউট ডেস্ক
৭ মার্চ ২০২৪ ১২:৪৫
নট আউট ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে নাজমুল শান্ত ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। জিতেছিলেন টুর্নামেন্ট সেরার পুরষ্কার। তবে, বিপিএলের দশম আসরে এই তারকা দেখেছেন মুদ্রার উল্টো পিঠটাই। সদ্য শেষ হওয়া বিপিএলে শান্ত রান তো পান নি, বরং ছন্দই খুঁজে পাননি তিনি।
সিলেটে শুরু হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথমটাতেও দলকে রীতিমতো ডুবিয়েছেন শান্ত। অবশেষে বাংলাদেশের বাঁচা-মরার দ্বিতীয় টি-টোয়েন্টিতে রানের দেখা পেয়েছেন টাইগার অধিনায়ক। দলকে ৮ উইকেটের জয় উপহার দেওয়ার দিনে, ফিফটি হাঁকানো শান্ত পেয়েছেন ম্যাচসেরার পুরষ্কার।
দাসুন শানাকাকে ছক্কা হাঁকিয়ে দলের জয় এদিন নিশ্চিত করেন শান্ত। এই ম্যাচে শান্ত অবশ্য হাঁকিয়েছেন দুটি ছক্কাই। যদিও এতেই খানিকটা স্বস্তি খুঁজে নিতে পারেন তিনি। কেননা, এর আগের সবশেষ ১২ ইনিংসে কোন ছক্কাই হাঁকাতে পারেননি শান্ত। সবশেষ শান্তর ব্যাট থেকে ছয়ের মার এসেছিল গত বছরের অক্টোবরে ভারত বিশ্বকাপে।
সংবাদ সম্মেলনেও এদিন উঠে এসেছে দীর্ঘদিন পর শান্তর ছক্কা মারার প্রশ্নটা। শান্ত অবশ্য খানিকটা রয়েসয়েই দিয়েছেন উত্তর। সহজ স্বীকারোক্তিতে শান্ত বলেছেন, ‘মনে নেই। আসলেই মনে নেই। শুনছিলাম, বিপিএলে আমি একটাও ছক্কা মারিনি। এটা অবশ্য আপনাদের মাধ্যমেই শুনেছি। আমি নিজেও জানতাম না। সত্যটাই বললাম।’
অবশ্য এরপরই শান্ত পুরো জিনিসটাকেই করেছেন খোলাসা। টাইগার অধিনায়কের মতে, ছক্কা মারতে পারাটাই জরুরি নয়। তিনি আরও বলেছেন, ‘এটাও সত্য যে, ছয় মারাই ইম্পোর্টেন্ট না। অনেক সময় দেখা যায় মিডিয়াম স্ট্রাইকরেটে ব্যাটিং করছি লো রিস্কে। এ নিয়ে বিপিএলে স্ট্রাগল করেছি আমি। স্ট্রাইকরেটটাও খুব একটা ভালো ছিল না। আজ দুটো ছয় মেরেছি। এ জন্য অবশ্যই ভালো লাগছে। তবে এ নিয়ে একদমই চিন্তা করি না যে, মারতে পেরেছি কি পারি নাই।’
-নট আউট/টিএ