03/14/2025 শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
নট আউট ডেস্ক
৯ মার্চ ২০২৪ ১০:৫৮
নট আউট ডেস্কঃ সিরিজ নির্ধারণী ম্যাচে বেলা তিনটায় মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। অঘোষিত ফাইনালে কেমন হবে বাংলাদেশ একাদশ তা নিয়ে চলছে আলোচনা। দ্বিতীয় ম্যাচের একাদশ নিয়েই এদিন মাঠে নামতে পারে বাংলাদেশ। গতকাল চন্ডিকা হাথুরুসিংহের কথাতে অনেকটা স্পষ্ট ছিল এই বার্তা।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিততে আত্মবিশ্বাসী হাথুরুসিংহে বলেন, 'আমরা সিরিজটা জেতার মতো অবস্থানে আছি। আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাচটা জেতা। ম্যাচটা যেহেতু দিনে, আমাদের বেশ কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে।'
'আমরা যদি আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের ভালো সুযোগ থাকবে ম্যাচটা জেতার। তবে এটাও বলব, শ্রীলঙ্কা খুবই ভালো টি-টোয়েন্টি দল। যা-ই হোক, আমরা নিজেদের খেলায় মনোযোগ দেওয়ার চেষ্টা করছি।'-আরও যোগ করেন তিনি।
বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ- লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
-নট আউট/এমআরএস