03/13/2025 ওয়ানডে সিরিজ ঘিরে আত্মবিশ্বাসী হৃদয়
নট আউট ডেস্ক
১১ মার্চ ২০২৪ ২২:৪৩
নট আউট ডেস্কঃ সফরকারী শ্রীলঙ্কার কাছে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে বাংলাদেশ। সিরিজ হারের ক্ষত নিয়েই টাইগাররা পাড়ি দিয়েছে চট্টগ্রামে। বুধবার থেকে সাগরিকায় শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডে সিরিজ জয়ের ব্যাপারে আত্নবিশ্বাসী টাইগাররা। সাগরিকায় পৌঁছেই সেই আশার কথা শুনিয়েছেন টাইগার তারকা তাওহীদ হৃদয়।
চট্টগ্রামে পৌঁছে আজ (১১ মার্চ) প্রথমবারের মতো দলীয় অনুশীলন করেছে টাইগাররা। এরপর বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় হৃদয় বলেছেন, 'আমার ম্যাচ বাই ম্যাচ যেতে ভালো লাগে। দল হিসেবে যদি বলি অবশ্যই সিরিজ জেতার জন্য খেলব, সবার মধ্যে ওই ক্ষুধাটা আছে। এই সিরিজটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং যেহেতু একটা সিরিজ আমরা হেরেছি। আমরা যদি আমাদের সেরাটা দিয়ে খেলতে পারি তাহলে ভালো কিছুই হবে।'
দীর্ঘ দেড় মাসের বিপিএল শেষেই লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ দল। টানা খেলার মধ্যে থাকায় টাচেও রয়েছে টাইগাররা। যদিও ফরম্যাট বদলানো খানিকটা সমস্যা হতেই পারে ক্রিকেটারদের। তবে, হৃদয়ের মতে হাতে পর্যাপ্ত সময় থাকায় ওয়ানডে সিরিজের আগেই মানিয়ে নিবে দল।
এই প্রসঙ্গে হৃদয় আরও বলেন, 'আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে এবং প্রতিটা প্লেয়ার টাচে রয়েছে। আমরা সবাই টি-টোয়েন্টি থেকে এসেছি। যেটা চলে গেছে সেটা বলে আর লাভ নেই। সেখানে যেসব ভুলগুলো করেছি সেসব ভুল যত কম করবো তত ভালো ইমপ্যাক্ট ফেলবে দলে। যেহেতু আমাদের হাতে দুই-তিনদিন সময় রয়েছে ওয়ানডের সঙ্গে মানিয়ে নেওয়া যাবে।'
-নট আউট/টিএ