03/14/2025 সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে প্রস্তুত শান্ত’র বাংলাদেশ
নট আউট ডেস্ক
১২ মার্চ ২০২৪ ১৪:০৯
নট আউট ডেস্কঃ সবশেষ বছরে বাংলাদেশ ওয়ানডে ম্যাচ খেলেছিল ৩২টি। চলতি বছর সংখ্যাটা মাত্র ৬। ২০১৫ থেকে ওয়ানডেতে ভালো করা বাংলাদেশ বড় হোচটও খেয়েছিল গত বছর। এশিয়া কাপ, বিশ্বকাপ ও সাকিব-তামিম নাটকীয়তার বছরে জয় এসেছিল মাত্র ১১ ম্যাচে।
ওয়ানডেতে বাংলাদেশ সমীহ আদায় করেছে প্রতিপক্ষ দলের কাছে। পরিসংখ্যান আস্ত গাঁধা হলেও এই পরিসংখ্যানে দাপট রয়েছে বাংলাদেশের। এই যেমন ২০১৫ থেকে ২০২২, ১০৯ ম্যাচের ৬১টিতে জয় পেয়েছিল বাংলাদেশ।
আগামীকাল শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা মধ্যকার ওয়ানডে সিরিজ। সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়কের সামনে খারাপ সময় তুলে ধরেছে সাংবাদিকদের একজন। ব্যর্থতা প্রশ্নে শান্ত জানিয়েছেন, একটা বছর খারাপ যেতেই পারে।
শান্ত বলেন, 'সব সময় চ্যালেঞ্জ থাকবে। আন্তর্জাতিক যেকোনো দলের বিপক্ষে খেলার আগে চ্যালেঞ্জ থাক। যেটা বললেন ২০১৫ থেকে ২০২২ পর্যন্ত আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। কাজেই একটা বছর খারাপ যেতেই পারে। কিন্তু দল হিসেবে ঘুরে দাঁড়িয়ে এই বছরটা ভালোভাবে ফেরাটা গুরুত্বপূর্ণ। এরজন্য ভালোভাবে প্রস্তুত।'
-নট আউট/এমআরএস