03/14/2025 চট্টগ্রামে পুরো দলকে ইফতার করালেন মুশফিকুর রহিম
নট আউট ডেস্ক
১২ মার্চ ২০২৪ ১৯:২৩
নট আউট ডেস্কঃ আগামীকাল শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডেতে বেলা আড়াইটায় মাঠে নামবে দুই দল। এই ম্যাচকে সামনে রেখে আজ অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলন শেষে পুরো দলকে ইফতারের আমন্ত্রণ জানিয়েছিলেন মুশফিকুর রহিম।
শুরু হয়েছে ধর্মপ্রাণ মুসলমানদের প্রিয় রমজান মাস। প্রথম রোজায় বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, ম্যানেজম্যান্ট সকলকে ইফতার করিয়েছেন মুশফিক। বিষয়টি দল সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
উল্লেখ্যঃ বাংলাদেশ ও শ্রীলঙ্কা ১৩, ১৫ ও ১৮ মার্চ তিন ম্যাচের ওয়ানডে খেলবে।
-নট আউট/এমআরএস