03/13/2025 ‘১০০’ টাকায় দেখা যাবে সিলেট টেস্ট
নট আউট ডেস্ক
২০ মার্চ ২০২৪ ২২:৫৪
নট আউট ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ হাতছাড়া হলেও ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সাদা বলের লড়াই শেষে বসে থাকার সুযোগ খুব একটা পাচ্ছে না নাজমুল শান্তর দল দল। চোখ এবার দুই টেস্টের সিরিজে।সিলেটে প্রথম টেস্টের আগে টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি।
মাঠে বসে দেখতে গুনতে হবে সর্বনিম্ন ১০০ টাকা। এছাড়া টিকিটের সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ১০০০ টাকা। এছাড়া আরও তিনটি ক্যাটাগরিতে পাওয়া যাবে সিলেট টেস্টের টিকিট।
গ্রিন হল এড়িয়ার টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০ টাকা। ওয়েস্টার্ন গ্যালারিতে বসে খেলা দেখতেও গুনতে হবে ১০০ টাকা। এছাড়া ইস্টার্ন গ্যালারির মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। ক্লাব হাউজে বসে খেলা দেখতে গুনতে হবে ৩০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে গুনতে হবে সর্বোচ্চ ১০০০ টাকা।
প্রতিদিনের খেলা এবং এর আগের আগের দিন দুটি কাউন্টারে পাওয়া যাবে টিকিট। লাক্কাতুরার স্টেডিয়ামের প্রধান ফটকের সঙ্গে টিকিট পাওয়া যাবে শহরের রিকাবি বাজারের সিলেট জেলা স্টেডিয়ামের মূল ফটকের কাউন্টারে। প্রতিদিন খেলা শুরু হবে সকাল ১০টায়।
উল্লেখ্য, দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে আগামী ২২ মার্চ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর আগামী ৩০ মার্চ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড:নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক, তাওহীদ হৃদয়, শাহাদাত হোসেন দীপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিক হাসান ও নাহিদ রানা।
শ্রীলঙ্কার টেস্ট দল: ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস, দিমুথ করুনারত্নে, নিশান মাদুশাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্দিমাল, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, লাহিরু উদারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রবাথ জয়সুরিয়া, রামেশ মেন্ডিস, নিশান পেরিস, কাশুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা, চামিকা গুনাসেকারা।
-নট আউট/টিএ