03/12/2025 মুমিনুলের ব্যাটে জয়ের অপেক্ষা বাড়ল শ্রীলঙ্কার
নট আউট ডেস্ক
২৫ মার্চ ২০২৪ ১২:০২
নট আউট ডেস্কঃ সিলেট টেস্টের ভাগ্য নির্ধারণ হয়ে গেছে তৃতীয় দিনেই। চর্তুথ দিনে তাই ছিল কেবল আনুষ্ঠানিকতা সম্পন্নের। দাপট দেখানো শ্রীলঙ্কার বড় জয় পাওয়াটা ছিল সময়ের ব্যাপার মাত্র। চর্তুথ দিনে এসে অবশ্য লঙ্কানদের সেই অপেক্ষাটা খানিকটা বেড়েছে। মেহেদী মিরাজ ও মুমিনুল হকের শক্ত জোট ম্যাচটাকে নিয়ে যায় লাঞ্চের পর অব্দি। মিরাজ অবশ্য ফিরে গেলেও টিকে আছেন মুমিনুল। মধ্যাহ্ন ভোজে যাওয়ার আগে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ১২৯ রান। মুমিনুল অপরাজিত ৪৬ রানে।
৫ উইকেটে ৪৭ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ প্রথমেই খায় হোঁচট। দলীয় ৫১ রানে সাজঘরে ফিরেন তাইজুল ইসলাম। এরপর মুমিনুল হকের সঙ্গে জুটি গড়েন মেহেদী মিরাজ। এই দু'জন মিলে খানিকটা প্রতিরোধ গড়ে তোলেন। তাতেই হারের ব্যবধানটা কমাতে থাকে বাংলাদেশ। এই জুটিতে কোনমতে একশ পার করে বাংলাদেশ।
দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। তবে, লাঞ্চে যাওয়ার আগে খেই হারান মিরাজ। রাজিথার শিকার হয়ে ৬ চারে ফিরেন ব্যক্তিগত ৩৩ রানে। এরপর শরিফুলকে নিয়ে লাঞ্চে যান মুমিনুল হক। লঙ্কানদের জয়ের অপেক্ষা বাড়ানো মুমিনুল রয়েছেন ফিফটির পথে।
-নট আউট/টিএ