03/15/2025 গুজরাটকে স্রেফ উড়িয়ে দিয়েছে মুস্তাফিজের চেন্নাই
নট আউট ডেস্ক
২৬ মার্চ ২০২৪ ২৩:৫৬
নট আউট ডেস্কঃ জয় দিয়েই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর শুরু করে গেলবারের দুই ফাইনালিস্ট চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স। চেন্নাইয়ের সেই জয়ে বল হাতে বড় অবদান রেখেছিলেন টাইগার তারকা পেসার মুস্তাফিজুর রহমান। নিজেদের দ্বিতীয় ম্যাচেই মুখোমুখি হয়েছে এই দুই দল।
গেলবারের ফাইনালে টানটান উত্তেজনার ম্যাচে শেষ বলে চেন্নাই জিতলেও, এবার স্রেফ উড়েই গেছে গুজরাট। তাতেই দুই জয়ে টেবিলের চূড়ায় উঠেছে মুস্তাফিজ-ধোনিদের চেন্নাই।
ঘরের মাঠ চিপাকে এদিন আগে ব্যাট করে ২০৬ রানের পাহাড় গড়ে চেন্নাই সুপার কিংস। দলটির পক্ষে শিভাম দুবে হাঁকান হাফ সেঞ্চুরি। এছাড়া দুই ওপেনার রাচিন রবীন্দ্র ও রুতুরাজ গাইকোয়াদ তুলেছেন ঝড়। জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় গুজরাট টাইটান্স।
শেষ পর্যন্ত মুস্তাফিজ, দেশপান্ডে, চাহারদের তোপে ১৪৩ রানের বেশি তুলতে পারেনি গুজরাট টাইটান্স। ফলে, ৬৩ রানের দাপুটে জয় পায় চেন্নাই সুপার কিংস। ৩০ রান খরচায় ২ উইকেট শিকার করেন আসরের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক মুস্তাফিজুর রহমান।