03/12/2025 সাগরিকায় দাপট অব্যাহত শ্রীলঙ্কার
নট আউট ডেস্ক
৩১ মার্চ ২০২৪ ১২:০৯
নট আউট ডেস্কঃ সাগরিকায় প্রথম দিনের পর, দ্বিতীয় দিনেও দাপট অব্যাহত রেখেছে সফরকারী শ্রীলঙ্কা। এদিন প্রথম সেশনে ৯৭ রান তুলেছে দলটি। হারিয়েছে ফিফটি তুলে নেওয়া দিনেশ চান্দিমালের উইকেট। লাঞ্চে যাওয়ার আগে ৫ উইকেটে চারশ পেরিয়েছে শ্রীলঙ্কা। ক্রিজে আছেন প্রথম টেস্টের দুই সেঞ্চুরিয়ান ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। সিলভা ৭০ ও মেন্ডিস অপরাজিত ১৭ রানে।
৪ উইকেটে ৩১৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। আগের দিন অপরাজিত থাকা দিনেশ চান্দিমাল ও ধনাঞ্জয়া ডি সিলভা এদিন শুরু থেকেই বাংলাদেশের বোলারদের কোন সুযোগ দেননি। সিলেট টেস্টে জোড়া সেঞ্চুরি হাঁকানো লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা এদিনও টাইগার বোলারদের কোন পাত্তাই দেয়নি। অন্যপ্রান্তে তাকে সঙ্গ দিতে থাকেন চান্দিমাল।
এই দু'জনের দৃঢ়তায় দিনের প্রথম ঘণ্টায় কোন উইকেট হারায়নি শ্রীলঙ্কা। দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। ফিফটি তুলে নেন দিনেশ চান্দিমাল। ধনাঞ্জয়া ডি সিলভাও তুলে নেন ফিফটি। এরপর এই জুটি ভেঙে বাংলাদেশকে দিনের প্রথম সাফল্য পাইয়ে দেন সাকিব। বিশ্বসেরার শিকার হয়ে ৫ চার ও ২ ছক্কায় চান্দিমাল ফিরেন ব্যক্তিগত ৫৯ রানে।
প্রথম সেশনে বাংলাদেশের বলার মতো সাফল্য ছিল এটুকুই। এরপর কামিন্দু মেন্ডিসকে নিয়ে লাঞ্চে যান ধনাঞ্জয়া ডি সিলভা। লাঞ্চের আগে ৫ উইকেট হারিয়ে ৪১১ রান তুলেছে শ্রীলঙ্কা। সিলভা ৭০ ও মেন্ডিস অপরাজিত থাকেন ১৫ রান করে।
-নট আউট/টিএ