03/12/2025 বাংলাদেশকে ‘৫১১’ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা
নট আউট ডেস্ক
২ এপ্রিল ২০২৪ ১১:২১
নট আউট ডেস্কঃ চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনেই বড় লিড পেয়েছিল শ্রীলঙ্কা। চর্তুথ দিনে এসে সফরকারীরা ব্যাট করেছে প্রায় ঘণ্টা খানেক। এদিন অ্যাঞ্জেলো ম্যাথিউজের উইকেট হারিয়ে দলটি তুলেছে আরও ৫৫ রান। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৫৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। ফলে চট্টগ্রাম টেস্ট জিততে হলে বাংলাদেশকে করতে হবে ৫১১ রান।
৬ উইকেটে ১০২ রান নিয়ে চর্তুথ দিনে ব্যাট করতে নামে সফরকারী শ্রীলঙ্কা। এদিনও বাংলাদেশের বোলারদের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়ান অ্যাঞ্জেলো ম্যাথিউজ। তাকে সঙ্গটাও দারুণ দিয়েছেন প্রবাথ জয়সুরিয়া। সাত সকালেই ফিফটির দেখা পান ম্যাথিউজ। যদিও এরপরে ইনিংসটা লম্বা হয়নি তার। সাকিবের হাত ধরে বাংলাদেশ পায় দিনের প্রথম সাফল্য। ৫ চারে ম্যাথিউজ ফিরেন ৫৬ করে।
ম্যাথিউজ ফিরলেও জয়সুরিয়ার ব্যাটে শ্রীলঙ্কার লিড পার করে পাঁচশ রানের গণ্ডি। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৫৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। ফলে জয়ের জন্য বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ৫১১ রানের। ২ চারে ২৮ রানে অপরাজিত থাকেন জয়সুরিয়া। বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ নেন ৪ উইকেট। এছাড়া খালেদের শিকার ২ উইকেট।
রেকর্ড রান তাড়া করতে নেমে লাঞ্চের আগে বাংলাদেশকে পড়তে হয়নি বিপদে। দুই ওপেনার মাহমুদুল জয় ও জাকির হাসান ৩১ রান তুলে গেছে লাঞ্চে। জাকির ১১ ও জয় অপরাজিত ১৯ রান করে।
-নট আউট-টিএ