03/12/2025 চট্টগ্রাম টেস্টেও দাপুটে জয় শ্রীলঙ্কার
নট আউট ডেস্ক
৩ এপ্রিল ২০২৪ ১১:১৮
নট আউট ডেস্কঃ চট্টগ্রাম টেস্টেও বাংলাদেশের হারটা ছিল অনেকটা অনুমেয়ই। চর্তুথ দিনে সাত উইকেটে খুইয়ে বড় হারের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। পঞ্চম দিনে কত দ্রুত গুটিয়ে যায় বাংলাদেশ সেটাই ছিল দেখার। যদিও এদিন মেহেদী মিরাজের দৃঢ়তায় ম্যাচটা গড়িয়েছে এক ঘণ্টারও বেশি সময়। শেষ পর্যন্ত ৩১৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। মিরাজ অপরাজিত থাকেন ৮১ রানে। ১৯২ রানের বড় জয়ে সিরিজটাও নিজেদের করে নিয়েছে সফরকারী শ্রীলঙ্কা।