03/14/2025 বিশ্বকাপে ভারতের ডার্ক হর্স হবেন দুবে: গিলক্রিস্ট
নট আউট ডেস্ক
২১ এপ্রিল ২০২৪ ১৯:৩১
নট আউট ডেস্কঃ চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন ভারতীয় তারকা শিভাম দুবে। তাতেই উঠেছে আলোচনা। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকবেন তো চেন্নাই সুপার কিংসের এই তারকা। ইতিমধ্যেই সেই আলোচনা মেলেছে ব্যাপক ডালপালা। এবার দুবে ইস্যুতে ঘা ভাসালেন সাবেক অজি তারকা অ্যাডাম গিলক্রিস্ট। বিশ্বকাপ জেতা এই অজি তারকার মতে, শিভাম দুবে অপ্রতিরোধ্য। বিশ্বকাপে সুযোগ পেলে ভারতের ডার্ক হর্স হবেন তিনি।
চলমান আইপিএলে এখন পর্যন্ত ৭টি ম্যাচ খেলেছে চেন্নাই সুপার কিংস। সবকটি ম্যাচেই চেন্নাইয়ের জার্সিতে মাঠে নেমেছে দুবে। প্রায় পঞ্চাশ গড় ও দেড়শ'র বেশি স্ট্রাইক রেটে দুবের ব্যাট থেকে এসেছে আড়াইশ রান। যদিও এই অলরাউন্ডার এবারের আইপিএলে খেলছেন মূলত ব্যাটার হিসেবেই। কেননা, দুবের মিডিয়াম পেস বোলিংটাও বেশ কার্যকরী। আগ্রাসী ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ের পারদর্শীই দুবেকে এনেছে আলোচনায়।
দুবেকে প্রশংসায় ভাসিয়েছে গিলক্রিস্ট বলেছেন,‘শিভাম দুবে, আমার চোখে তার ফর্ম অপ্রতিরোধ্য। সে স্পিনারদের ওপর চড়াও হয়, আমরা অনেকদিন ধরে এটা জানি এবং দেখে আসছি। তবে, সে এখন ফাস্ট বোলারদেরও আক্রমণ করছে। মাঠের চারপাশে শট নির্বাচনে সে আত্মবিশ্বাসী।’
চলমান আইপিএলে বোলিং না করলেও, স্বীকৃত টি-টোয়েন্টিতে দুবে পেয়েছেন ৪৫ উইকেট। জাতীয় দলের হয়েও ২১ টি-টোয়েন্টি খেলা দুবে নিয়েছেন ৮ উইকেট। বিশ্বকাপে সুযোগ পেলে দুবে হতে পারেন ভারতের জন্য ডার্ক হর্স। এই প্রসঙ্গে গিলক্রিস্ট বলেছেন, ‘তারা (ভারতীয় নির্বাচক) দুবের কাছে বার্তা পাঠিয়ে নিশ্চিত করতে পারে, যেন সে অন্তত নেটে প্রচুর বোলিং করে। জানি, এটা ম্যাচ অনুশীলন হবে না। তবে তাকে টুর্নামেন্টের শেষের দিকে কিছুটা বোলিং করতে দেখা যেতে পারে। তবে যাই হোক না কেন, প্রতিভা হিসেবে সে চমৎকার। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ডার্ক হর্স হবেন শিভাম দুবে। এই আইপিএলে সে যেই ফর্ম এবং ছন্দে আছে, টি-টোয়েন্টি বিশ্বকাপেও সম্ভবত একই ছন্দে থাকবে।’
-নট আউট/টিএ