03/12/2025 বাংলাদেশ দলের নতুন অ্যানালিস্ট মহসিন শেখ
নট আউট ডেস্ক
২২ এপ্রিল ২০২৪ ১৯:৩৯
নট আউট ডেস্কঃ দুই বছরের চুক্তিতে বাংলাদেশ ক্রিকেট দলের পারমরম্যান্স অ্যানালিস্ট হিসেবে নিয়োগ পেলেন মহসিন শেখ। পাকিস্তানি বংশোদ্ভুত এই অস্ট্রেলিয়ান এর আগে দলে খন্ডকালিন চুক্তিতে কাজও করেছেন। মহসিনকে নিয়োগের বিষয়টি সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সবশেষ ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই বাংলাদেশ দলে ছিল না কোন স্থায়ী অ্যানালিস্ট। নিউজিল্যান্ড সফরে অস্থায়ী মেয়াদে দলের সাথে রাখা হয়েছিল মহসিনকে। নিয়োগ স্থায়ী হওয়ায় জিম্বাবুয়ে সিরিজের আগেই দলের সাথে যোগ দিবে বলেও জানানো হয়েছে বিসিবি সূত্রে।
সবশেষ বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে কাজ করেছেন মহসিন। অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান জাতীয় দল ছাড়াও আইপিএল, পিএসএল, বিপিএল, বিগ ব্যাশের মতো ফ্র্যাঞ্চাইজি আসরে কাজ করার অভিজ্ঞতা আছে তার।
-নট আউট