03/12/2025 টাইগারদের দাপট সামলে জিম্বাবুয়ের ‘১২৪’
নট আউট ডেস্ক
৩ মে ২০২৪ ১৯:৫৮
নট আউট ডেস্কঃ সাগরিকায় টস ভাগ্যটা এদিন সহায় হয় টাইগার অধিনায়ক নাজমুল শান্তর। উইকেট থেকে বাড়তি সুবিধা আদায় করতে, টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে কার্পণ্য করেননি। বোলিংয়ে নেমে টাইগার বোলারদের শুরুটা দারুণ। শঙ্কা ছিল টাইগার বোলারদের দাপটের দিনে এদিন অল্পতেই গুটিয়ে যাবে জিম্বাবুয়ে। তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে অষ্টম উইকেটে মাসাকাদজা ও মাদান্দের জোটে সম্মানজনক পুঁজিই পেয়েছে সফরকারীরা। শেষ পর্যন্ত সবকটি উইকেট উইকেট হারিয়ে জিম্বাবুয়ে এদিন তুলেছে ১২৪রান।