03/15/2025 সহজ ম্যাচটা কঠিন করে জিতল ব্যাঙ্গালুরু
নট আউট ডেস্ক
৪ মে ২০২৪ ২৩:২০
নট আউট ডেস্কঃ বোলারদের নৈপুণ্যে গুজরাটকে খুব একটা বড় স্কোর গড়তে দেয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। জবাবে অধিনায়ক ফাফ ডু প্লেসির ঝড়ো ফিফটির সুবাদে কাজটা হয়ে যায় আরও সহজ। এরপরেই যেন হুশ ফিরে গুজরাটের বোলারদের। নূর-লিটলের তোপে ২৫ রানের ব্যবধানেই ৬ উইকেট হারিয়ে বসে ব্যাঙ্গালুরু। তাতেই সহজ ম্যাচটা কঠিন বানিয়ে ফেলে তারা। এরপর দিনেশ কার্তিকের দৃঢ়তায় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্যাঙ্গালুরু।
ব্যাঙ্গালুরুর ঘরের মাঠে এদিন আগে ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের তোপের মুখে পড়ে গুজরাট টাইটান্স। তাতেই শুরুতে দলটি হারায় ইনফর্ম টপ অর্ডারকে। এরপর শাহরুখ খান ও ডেভিড মিলার অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জুটি গড়ে ধরেন দলের হাল। শেষ দিকে রাহুল তেওয়াটিয়ার ব্যাটে মাঝারি সংগ্রহ দাঁড় করায় গুজরাট। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে দলটি তোলে ১৪৭ রান৷ শাহরুখ ৩৭, তেওয়াটিয়া ৩৫ ও মিলার করেন ৩০ রান।
মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাঙ্গালুরুকে উড়ন্ত সূচনা এনে দেন ফাফ ডু প্লেসি। পাওয়ার প্লের মধ্যেই গুজরাটের বোলারদের পিটিয়ে ম্যাচটা নিয়ে আসেন ব্যাঙ্গালুরুর নিয়ন্ত্রণে। তুলে নেন বিধ্বংসী ফিফটি। ফাফকে ফিরিয়ে ব্যাঙ্গালুরুর উদ্বোধনী জুটি ভাঙেন জশ লিটল। ফেরার আগে ১০ চার ও ৩ ছক্কায় মাত্র ২৩ বলে ৬৪ রানের ইনিংস খেলেন ফাফ।
ফাফের বিদায়ের পর খেই হারায় ব্যাঙ্গালুর। নূর-লিটলের তোপে দলীয় ৯৯ থেকে ১১৭ রান তুলতেই ব্যাঙ্গালুরু আরও হারায় ৫ উইকেট। তাতেই জাগে শঙ্কা। ২ চার ও ৪ ছক্কায় ২৭ বলে কোহলি করেন ৪২ রান। এরপর দিনেশ কার্তিক ও স্বপ্নীল সিংয়ের ব্যাটে ৪ উইকেট ও ৩৮ বল হাতে রেখে জয় তুলে নেয় ব্যাঙ্গালুরু। গুজরাটের পক্ষে জশ লিটল নেন ৪ উইকেট। নূরের শিকার ২টি।
-নট আউট/টিএ