03/12/2025 ক্যাম্পবেল-বেনেটে মাঝারি সংগ্রহ জিম্বাবুয়ের
নট আউট ডেস্ক
৫ মে ২০২৪ ১৯:৪৭
নট আউট ডেস্কঃ আগের ম্যাচের মতোই এদিনও জিম্বাবুয়ের ব্যাটিংয়ের শুরুটাই হয়নি যুতসই। তবে, আগের ম্যাচের মতো এদিনও ফিফটি পার করা জুটি একটি পেয়েছে সফরকারীরা। অভিষিক্ত জন ক্যাম্পবেল ও বেনেটের লড়াকু ব্যাটিংয়ে ১৩৮ রানের মাঝারি সংগ্রহ পেয়েছে জিম্বাবুয়ে। ক্যাম্পবেল করেন ৪৫ রান, বেনেট অপরাজিত থাকেন ৪৪ রান করে। জয়ের জন্য বাংলাদেশের চাই ১৩৯ রান।