03/12/2025 চিপাকের ফর্ম মিরপুরে টেনে আনলেন ফিজ, জানালেন অনূভুতি
নট আউট ডেস্ক
১১ মে ২০২৪ ১০:৪৪
নট আউট ডেস্কঃ চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বল হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে ফিজ এবারের আসরে খেলেছেন ৯টি ম্যাচ, নিয়েছেন ১৪ উইকেট। তবে, জাতীয় দলকে সার্ভিস দিতে মুস্তাফিজকে দেশে ফিরতে হয়েছে আইপিএলের মাঝপথে।
জিম্বাবুয়ের সঙ্গে ঘরের মাঠে চলমান পাঁচ ম্যাচের সিরিজের প্রথম তিন ম্যাচে বিশ্রামে ছিলেন মুস্তাফিজ। চর্তুথ টি-টোয়েন্টিতে দলে ফিরিয়ে চেন্নাইয়ের ফর্মটাই আনলেন টেনে। জিম্বাবুয়ের বিপক্ষে চর্তুথ টি-টোয়েন্টিতে দলের জয়ে অবদান রেখে মুস্তাফিজুর রহমান হয়েছেন ম্যাচসেরা। অবাক করা তথ্য, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯২টা ম্যাচ খেলা মুস্তাফিজ এবারই প্রথম হয়েছেন ম্যাচসেরা।
গত রাতে জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ওভার বল করে মুস্তাফিজ খরচ করেন মোটে ১৯ রান। এর মাঝে মুস্তাফিজ দিয়েছেন ১৫টি ডট, নিয়েছেন গুরুত্বপূর্ণ তিনটি উইকেটও। তাতেই প্রায় হারতে বসা ম্যাচ নিজেদের করে নেয় বাংলাদেশ। দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি মুস্তাফিজ।
ম্যাচ শেষে এই পেসার বলেছেন, 'আমি সবসময় দেশের জন্য ভালো খেলতে চেয়েছি। আমি যেখানেই খেলি সেটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হোক কিংবা জাতীয় দল! আমার লক্ষ্য ভালো ক্রিকেট খেলা। জাতীয় দল তো সবার আগে। উইকেট কিছুটা স্লো ছিল। সত্যি বলতে আমার পরিকল্পনা বাস্তবায়ন করতে এটা আমাকে সাহায্য করেছে।'
-নট আউট/টিএ