03/15/2025 টি-টোয়েন্টি বিশ্বকাপে রিজার্ভ-ডে সংকট
নট আউট ডেস্ক
১৪ মে ২০২৪ ১১:৫৯
নট আউট ডেস্কঃ আগামী ২ জুন শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আসন্ন আসরে শুধুমাত্র সেমিফাইনাল ও ফাইনালে রিজার্ভ ডে রাখা হয়েছে। এক বার্তায় আইসিসির জানিয়েছে, ‘আইসিসির সভায় ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত হয়েছে।’
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি খুবই কম সময়ের। যার কারণে প্রথম সেমি ফাইনাল রিজার্ভ ডে’তে গড়ালে দ্বিতীয় সেমি খেলা দল ফাইনাল খেলতে একদিনও সময় পাবে না। যার কারণে প্রস্তুতি তো দূর,ঠিকঠাক বিশ্রামও নেওয়া হবে না দলটির। যার ফলে ফাইনালে বাড়তি সুবিধা পেতে পারে ফাইনাল নিশ্চিত প্রথম দল।
সূচি অনুযায়ী, আগামী ২৭ জুন বাংলাদেশ সময় ভোরে হবে প্রথম সেমিফাইনাল। আর একইদিন রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিফাইনাল মাঠে গড়াবে। এ ছাড়া ২৯ জুন রাত সাড়ে ৮টায় বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে।
অন্যদিকে রিজার্ভ ডে নিয়ম অনুযায়ী, প্রথম সেমিফাইনাল রিজার্ভ ডে’তে গড়ালে ২৮ জুন একই সময়ে ম্যাচের বাকি অংশ মাঠে গড়াবে। দ্বিতীয় সেমিফাইনাল রিজার্ভ ডে’তে গড়ালে একই দিন রাত সাড়ে ৮টায় বাকি অংশ শেষ করা হবে। আর ২৯ জুন বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ফাইনাল খেলতে হবে।
-নট আউট/এমআরএস