03/15/2025 তিন নম্বর পজিশন ফিরে পাচ্ছেন সাকিব!
নট আউট ডেস্ক
১৬ মে ২০২৪ ১৯:৪৩
নট আউট ডেস্কঃ জীবনজুড়ে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ মনে রাখতে চাইবে সাকিব আল হাসান। টিম ম্যানেজম্যান্টের চিন্তার বাইরে গিয়ে ব্যাটিং করেছিলেন নাম্বার তিনে। এই পজিশনে ব্যাটিং করেই ইতিহাস গড়েছিলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। যদিও পরবর্তীতে পরিবর্তন হয়েছে ব্যাটিং পজিশন।
জানা গেছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পছন্দের তিন নম্বর পজিশনে ব্যাট হাতে নামতে দেখা যেতে পারে সাকিবকে। এমনটাই ভাবছে টাইগার টিম ম্যানেজমেন্ট। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন ইঙ্গিতই দিয়েছেন টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শান্ত বলেন, এটা নির্ভর করবে কন্ডিশন এবং প্রতিপক্ষের শক্তির ওপর, কিন্তু এটা (সাকিবকে তিন নম্বরে খেলানো) হতে পারে।
টি-টোয়েন্টিতে সাধারণত পাঁচ কিংবা ছয় নম্বরে ব্যাট করতে দেখা যায় সাকিবকে। তবে অতীতে তিন নম্বরে ব্যাট করতে এসে বরাবরই ভালো করেছেন এই অলরাউন্ডার।
-নট আউট/এমআরএস