03/12/2025 টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ইউএসএ
নট আউট ডেস্ক
২১ মে ২০২৪ ২০:৪৫
নট আউট ডেস্কঃ দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আজ (২১ মে)। যেখানে টস ভাগ্য সহায় হয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্রের। আর টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে তারা।
বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশের দলটিই খেলছে এই সিরিজে। তবে, চোটের কারণে এই সিরিজে খেলা হচ্ছে না পেসার তাসকিন আহমেদের। এছাড়া প্রথম টি-টোয়েন্টির একাদশে জায়গা হয়নি তানজিদ হাসান তামিম, তানভীর ইসলাম ও তানজিম হাসান সাকিবের। এদিকে একাদশে ফিরেছেন শরিফুল ইসলাম ও লিটন দাস। বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম।
যুক্তরাষ্ট্র একাদশ: মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স, আন্দ্রিস গুস, কোরি অ্যান্ডারসন, আলী খান, হারমিত সিং, জেসি সিং, নিতিশ কুমার, নোশতুশ কেনিজিগে, সৌরভ নেত্রবালকার, স্টিভেন টেলর।
-নট আউট/টিএ