03/15/2025 ভারত-বাংলাদেশ মহারণ কখন-কোথায়
নট আউট ডেস্ক
৩১ মে ২০২৪ ২০:১৮
নট আউট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের আগে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। বৈরি আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ হয়েছিল পরিত্যাক্ত। আগামীকাল ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে শান্ত বাহিনী।
বাংলাদেশ সময় শনিবার রাত ৮টা ৩০ মিনিটে মুখোমুখি হবে দুই দল। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল বাংলাদেশ। সিরিজ জুড়ে বোলিং-ব্যাটিং-ফিল্ডিং তিন বিভাগেই হতাশ করেছে দলটি। এমন অবস্থায় ভারতের বিপক্ষে কতটা ছন্দে থাকে দল, মূল পর্বের আগেই সেটিই হয়েছে গুরুত্বপূর্ণ বিষয়।
-নট আউট/এমআরএস