03/14/2025 যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারিস রউফের বল টেম্পারিংয়ের অভিযোগ
নট আউট ডেস্ক
৭ জুন ২০২৪ ১৫:১৩
নট আউট ডেস্কঃ বিশ্বের অন্যতম সেরা বোলিং লাইন নিয়েও যুক্তরাষ্ট্রের ব্যাটারদের আটকাতে পারেনি পাকিস্তান। ২০তম ওভার ও সুপার ওভারে পাক বোলারদের উড়িয়ে দিয়েছে নবাগত যুক্তরাষ্ট্র। এমন ম্যাচে পাকিস্তান পেস বোলার হারিস রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তুলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার জুয়ান রাস্টি।
জুয়ান রাস্টি ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়েছে খেলেছেন। পরবর্তীতে নাম লেখান যুক্তরাষ্ট্র ক্রিকেটে। খেলেছেন যুক্তরাষ্ট্র জাতীয় দলেও।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ (সাবেক টুইটার) নিজের হ্যান্ডলে রাস্টি থেরন লিখেছেন, ‘আইসিসি, আমরা কি বল বিকৃতি করতে দেখেও দেখব না? মাত্র দুই ওভার আগে যে বল বদল করা হয়েছে, তা রিভার্স করছে! হ্যারিস রউফকে আঙুলের নখ দিয়ে বলের ওপর আঁচড়াতে সবাই দেখেছে।’
যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হারের পর পাকিস্তান অধিনায়ক বাবর আজমও বলেছেন, বল রিভার্স সুইং করায় তারা ইয়র্কার মারার চেষ্টা করেছেন। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে থেরন ছাড়া আর কেউ এখনো রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তোলেননি।
-নট আউট/এমআরএস