03/13/2025 যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার এইটে ভারত
নট আউট ডেস্ক
১৩ জুন ২০২৪ ০০:১১
নট আউট ডেস্কঃ নিজেদের খেলা প্রথম দুই ম্যাচেই জয়ের দেখা বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র। অন্যদিকে একই গ্রুপে থাকা ভারতও দুই ম্যাচেই তুলে নিয়েছে জয়। বুধবার তাই সুপার এইট নিশ্চিত করার মিশনে নেমেছিল এই দুই দল। যেখানে প্রত্যাশিত জয়েই সুপার এইটে পা রেখেছে রোহিত শর্মার ভারত।
নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে এদিন আগে ব্যাট করে ১১০ রান করতে পারে যুক্তরাষ্ট্র। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান আসে নিতিশ কুমারের ব্যাট থেকে। এছাড়া টেলর করেন ২৪ রান। কোরি অ্যান্ডারসন করেন ১৫ রান। ভারতের পক্ষে ৯ রানে ৪ উইকেট শিকার করেন আর্শদীপ সিং। এছাড়া হার্দিক পান্ডিয়ার শিকার ২ উইকেট।
১১১ রানের টার্গেটে ব্যাট করতে নামা ভারত শুরুতেই হারায় বিরাট কোহলির কোহলির উইকেট। আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে উইলো না হাসা বিরাট এদিন ফিরেছেন রানের খাতা খোলার আগেই। এরপর অধিনায়ক রোহিত শর্মাও ফিরে যান দ্রুত। এই দু'জনকেই ফেরান যুক্তরাষ্ট্রের পেসার নেত্রভালকার।
তৃতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন সূর্যকুমার যাদব ও ঋষভ পান্থ। দু'জনই ওয়ানডে মেজাজে করেন ব্যাট। তবে, উইকেটে থিতু হয়েও ইনিংস লম্বা করতে পারেননি পান্থ। আলি খানের শিকার হয়ে ফিরেন ১৮ রান করে। এরপর সূর্যকুমার যাদবকে সঙ্গ দেন শিভাম দুবে। এই দুজনের অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোটেই ৭ উইকেটের জয়ে মাঠ ছাড়ে ভারত।
একবার জীবন পেয়ে সূর্যকুমার যাদব ২টি করে চার ও ছক্কায় করেন ৫০ রান। ১টি করে চার ও ছক্কায় ৩১ রান করেন দুবে। টানা তিন ম্যাচে তিন জয়ে সুপার এইটে বিশ্বকাপের হট ফেভারিট ভারত।
-নট আউট/টিএ