বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা আইরিশদের
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২ ০৩:৩৯

নট আউট ডেস্কঃ অ্যান্ড্রু বার্লবার্নিকে অধিনায়ক করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। মঙ্গলবার এক বিবৃতিতে ১৫ জনের এই দল দেয় আইরিশ ক্রিকেট বোর্ড। দলে নেই খুব একটা চমক, দেওয়া হয়েছে অভিজ্ঞদের প্রাধান্য।
অভিজ্ঞ ওপেনার পল স্টার্লিং, তারকা অলরাউন্ডার জর্জ ডকরেল এবং অধিনায়ক অ্যান্ড্রু বার্লবার্নির উপস্থিতি, শক্তি জোগাচ্ছে আইরিশ শিবিরে। এছাড়া তারকা ব্যাটার হ্যারি টেক্টর ও পেসার মার্ক অ্যাডিয়ার দলে এনেছে ভারসাম্য। তবে গত মাসেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো, অভিজ্ঞ ব্যাটার কেভিন ও'ব্রায়েনের না থাকাটা কিছুটা হলেও ভোগাবে আইরিশদের।
দল ঘোষণার পর আয়ারল্যান্ড ক্রিকেটের দলের প্রধান নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট বলেছেন, ‘এটি (বিশ্বকাপ) আইরিশ ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ একটা সময়। গত এক বছর ধরে টি-টোয়েন্টিতে আমরা একটা শক্তিশালী স্কোয়াড তৈরি করেছি। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর, ছেলেরা এখন বেশ ইতিবাচক। আশা করি অস্ট্রেলিয়া বিশ্বকাপেও আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে পারব।’
উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডে খেলবে আয়ারল্যান্ড। যেখানে প্রতিপক্ষ হিসেবে আইরিশরা পাচ্ছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড এবং জিম্বাবুয়েকে। আগামী ১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করবে পল স্টার্লিং-অ্যান্ড্রু বার্লবার্নিরা।
আয়ারল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড: অ্যান্ড্রু বার্লবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডিয়ার, কার্টিস ক্যাম্পফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, ফিওন হ্যান্ড, জশয়া লিটল, ব্যারি ম্যাকার্থি, কনর ওলফার্ট, সিমি সিং, পল স্টার্লিং, হ্যারি টেকর, লরকান টাকার এবং ক্রেগ ইয়াং।
বিস্তারিত আসছে...
দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই
শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান!
শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি
যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...

আপনার মূল্যবান মতামত দিন: