অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি খেলবেন, তাই রোমাঞ্চিত সাকিব
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২ ২৩:০১

স্পেশাল করেসপন্ডেন্ট: অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ শুরু হবে আগামীকাল রোববার। শনিবার মেলবোর্নের রিজেন্ট থিয়েটারের প্লাজা বলরুমে বিশ্বকাপের আগে ক্যাপ্টেনস মিডিয়া ডে আয়োজন করেছিল আইসিসি। যেখানে বিশ্বকাপে অংশ নেয়া ১৬ দলের অধিনায়কদের নিয়ে সংবাদ সম্মেলন ও ফটোসেশন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন অধিনায়ক সাকিব আল হাসান। এদিকে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছে বাংলাদেশ দলও।
সংবাদ সম্মেলনে সাকিবের জন্য প্রশ্ন ছিল না কোনো সাংবাদিকদের। কেউই টাইগারদের নিয়ে আগ্রহ দেখাননি। পরে সঞ্চালক নিজেই বাংলাদেশ অধিনায়কের কাছে বিশ্বকাপ নিয়ে জানতে চান।
টানা চার ম্যাচ হেরে বিশ্বকাপে এসেছে বাংলাদেশ দল। তারপরও অধিনায়ক সাকিব বেশ রোমাঞ্চিত। কারণ ক্যারিয়ারে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে আন্তর্জাতিক টি-২০ খেলবেন তিনি। শুধু সাকিব নয়, পুরো বাংলাদেশ দলই প্রথমবার এখানে টি-২০ খেলবে।
সাকিব বলেছেন, ‘আমাদের দলটা রোমাঞ্চকর। বেশির ভাগই নতুন। এটা তাদের জন্য দারুণ অভিজ্ঞতা হবে। আমরা সবাই অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো আন্তর্জাতিক টি–টোয়েন্টি খেলব।'
প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি। ক্রাইস্টচার্চে আমরা খুব ভালো দুটি দলের বিপক্ষে চারটি ম্যাচ খেলেছি। অস্ট্রেলিয়ায় ভালো করতে কী করতে হবে, সেটা আমরা এখন জানি। বিশ্বকাপে ভালো করতে যথেষ্ট প্রস্তুতিও আছে আমাদের।’
সাকিবের কথা শুনে বিস্মিত হন সঞ্চালক। তিনি বলেন, আসলেই কি তাই, কখনো অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি খেলা হয়নি আপনাদের? হাসতে হাসতে উত্তরে বাংলাদেশের অধিনায়ক সাকিব বলেন, ‘হ্যাঁ, আর আমি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলছি ১৫ বছর ধরে।’
অস্ট্রেলিয়ার মাটিতে এখন অব্দি ওয়ানডে ও টেস্ট খেলেছে বাংলাদেশ দল। এখানে টাইগারদের সর্বশেষ ম্যাচ ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে। এর আগে ২০০৮ সালে অস্ট্রেলিয়া সফরে এসে তিনটি ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় টাইগারদের টেস্ট ও ওয়ানডের পূর্ণাঙ্গ সিরিজটা হয়েছিল ২০০৩ সালে। তখন আসলে টি-টোয়েন্টি ফরম্যাটের জন্মই হয়নি।
শনিবার সংবাদ সম্মেলনের প্রথম ধাপে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া ও আরব আমিরাতের অধিনায়করা উপস্থিত হয়েছিলেন। দ্বিতীয় ধাপেসাকিবসহ ভারত অধিনায়ক রোহিত শর্মা, পাকিস্তানের বাবর আজম, দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা, ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান, আয়ারল্যান্ডের অ্যান্ডি বালবার্নি, স্কটল্যান্ডের রিচার্ড বেরিংটন, জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন হাজির হয়েছেন।
-নট আউট/এমজেএ/এমআরএস
দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই
শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান!
শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি
যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...

আপনার মূল্যবান মতামত দিন: