ঢাকা | রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

টাইগাররা এখন ব্রিসবেনে

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২২ ২০:৩৬

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি সংগৃহীত বাংলাদেশ ক্রিকেট দল। ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্টঃ গত ১৪ সেপ্টেম্বর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছিল বিসিবি। ১৫ সদস্যের ওই দলে শেষ মুর্হূতে দুটি পরিবর্তন আনা হয়েছে। পড়তি ফর্মের কারণে সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনকে বাদ পড়েছেন। স্ট্যান্ড বাই থেকে মূল দলে অন্তর্ভুক্ত হয়েছেন সৌম্য সরকার ও শরীফুল ইসলাম।


ক্রাইস্টচার্চ থেকে ব্র্রিসবেনে আসার পর বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম এই পরিবর্তনের পক্ষেই কথা বলেছেন। তার মতে, সেরা দল একটা নয়। অনেক সময় সেরা দলটাও বদলায়।
এদিকে বিশ্বকাপে অংশ নিতে ক্রাইস্টচার্চ থেকে বাংলাদেশ দল গতকাল অস্ট্রেলিয়ায় এসেছে। ব্রিসবেনে রয়েছে পুরো দল। প্রস্তুতি ম্যাচের পর্বটা এখানেই কাটাবে টাইগাররা।


আগামী ১৭ ও ১৯ অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। অ্যালান বোর্ডার ফিল্ডে প্রতিপক্ষ যথাক্রমে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা।


বিশ্বকাপ দলে পরিবর্তনের বিষয়ে সাংবাদিকদের শ্রীরাম বলেন, ‘অনেক কিছু শিখেছি, নিজেদের খেলোয়াড়দের ব্যাপারে জেনেছি, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছি। অনেক কিছু শিখেছি। আমরা এই ব্যাপারে পরিষ্কার, জানি কোন দলটা সেরা। সেরা দল একটা না, এটা বদলায়। সঠিক দলের বিপক্ষে ঠিক ম্যাচ-আপটা দরকার। কিন্তু আমাদের মাথায় সেরা কম্বিনেশনের ব্যাপারটা পরিষ্কার।’

 


নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রাপ্তি বলতে ক্রিকেটারদের আত্মবিশ্বাসের কথা উল্লেখ করেছেন শ্রীরাম। ভারতীয় এই কোচ বলেছেন, ‘ছেলেরা অনেক আত্মবিশ্বাস পেয়েছে, যেভাবে আমরা রান করেছি। স্কোর দেখুন, তিন দলই কাছাকাছি ছিল। এমনকি আমরা পাকিস্তানের বিপক্ষে ফাইনালে খেলা নিউজিল্যান্ডের চেয়ে বেশি রান করেছি।’

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...