ঢাকা | রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১

শ্রীলংকাকে হারিয়ে নামিবিয়ার বিশ্বকাপ যাত্রা শুরু

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২২ ২৩:২১

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের প্রথম পর্বের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকাকে ৫৫ রানে হারিয়েছে নামিবিয়া৷ 

নাবিমিয়ার দেওয়া ১৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ১০৮ রানেই গুটিয়ে গেছে শ্রীলঙ্কার ইনিংস। রান তাড়া করতে নেমে ২১ রানেই ৩ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা।

শুরুর এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি দাসুন শানাকারা। মাত্র চারজন লঙ্কান ব্যাটার চার অঙ্কের ঘরে পৌঁছতে পেরেছেন। শানাকা সর্বোচ্চ ২৯ রান করেছেন। ভানুকা রাজাপাক্ষে ২০, ধনঞ্জয়া ডি সিলভা ১২ ও মহেশ থিকসানা ১১ রান করেন।


নামিবিয়ার পক্ষে বল হাতে আগুন ঝরিয়েছেন ডেভিড ভিসা, বারনার্ড স্কটজে, বেন শিকঙ্গো ও জ্যান ফ্রাইলিক। সবাই শিকার করেছেন দুটি করে উইকেট।

এর আগে টসে হেরে ব্যাট করতে নামে নামিবিয়া, লঙ্কানদের ছুঁড়ে দেয় ১৬৪ রানের টার্গেট। ১৭ ওভার শেষে নামিবিয়ার স্কোর ছিল ৬ উইকেটে ১১৬ রান। পরের তিন ওভারে ৪৭ রান তুলে তারা। ২০ ওভার শেষে নামিবিয়ার সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৬৩-এ। শেষ দিকে ঝড় তুলেন জ্যান ফ্রাইলিক ও জে জে স্মিত। ২৮ বলে ৪৪ রানের ইনিংস খেলেন ফ্রাইলিক। আর স্মিত অপরাজিত থাকেন ১৬ বলে ৩১ রানে। স্টিফেন বার্ড করেন ২৪ বলে ২৬।

শ্রীলঙ্কার প্রমদ মধুশান দুটি উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট নেন মহেশ থিকসানা, দুশমান্তা চামিরা, চামিকা করুণারত্নে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...