আমিরাতের বিপক্ষে নেদারল্যান্ডসের কষ্টার্জিত জয়
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২ ০৩:৩২

নট আউট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব অমিরাতের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে নেদারল্যান্ডস। আমিরাতের দেওয়া ১১২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে শেষ ওভারে জয় পেয়েছে দলটি।
রবিবার ভিক্টোরিয়ার জিলংয়ে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে আরব আমিরাত। ধীরগতির ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১১১ রান। এতে অবশ্য পিচেরও দায় ছিল। আমিরাতের হয়ে সর্বোচ্চ স্কোরার ৪৭ বলে ৪১ করা ওপেনার মুহাম্মদ ওয়াসিম। এছাড়া অরবিন্দ ১৮, কাসিফ ১৫ আর চিরাগ সুরি ১২ রান করেন। ১৯ রানে ৩ ইকেট নেন নেদারল্যান্ডসের বাস দে লিডে। ২টি নেন ফ্রেড ক্লাসেন।
ছোট টার্গেটে ব্যাটিংয়ে নেমে ডাচরাও যেন ধুঁকতে থাকে। দলীয় ১৪ রানেই প্রথম উইকেটের পতন। এরপর দেখা যায় ২৭ রানের জুটি। ভাঙা-গড়ার মাঝেই ছোট ছোট জুটিতে এগোতে থাকে ডাচরা। ১৮ বলে সর্বোচ্চ ২৩ রান আসে ওপেনার ম্যাক্স ও'ডডের ব্যাট থেকে। এছাড়া কলিন ১৭, অধিনায়ক স্কট এডওয়ার্ডস ১৬ রান করেন। ১৯তম ওভারে মাত্র ৪ রান দিয়ে ম্যাচ জমিয়ে তোলেন জহুর খান। শেষ ওভারে প্রয়োজন হয় ৬ রানের। জমজমাট শেষ ওভারের এক বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ডাচরা।
-নট আউট/এমআরএস
দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই
শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান!
শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি
যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...

আপনার মূল্যবান মতামত দিন: