ঢাকা | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১

দুই সংস্কৃতির মিলবন্ধনে সফল নামিবিয়া

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২ ০৪:০৫

শ্রীলংকা-নামিবিয়া। ছবি সংগৃহীত শ্রীলংকা-নামিবিয়া। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিনে বড় চমক নামিবিয়ার জয়। এশিয়ান চ্যাম্পিয়নদের বিপর্যস্ত করে জয় তুলে নিয়েছে ৫৫ রানে। এই জয়ের দিনকে ঐতিহাসিক দিন বলছেন দলটির অধিনায়ক জেরহার্ড এরাসমাস। একই সাথে পুরো কৃতিত্ব দিয়েছেন হেড কোচ পিয়েরে ডি ব্রুইনাকে। 

 

নামিবিয়া কাপ্তান বলেন, ‘টুর্নামেন্টের বাকি সময়ে আমাদের আরও অনেক কাজ করার বাকি। তিনি (পিয়েরে ডি ব্রুইনা) ২০১৯ সালে আমাদের নিয়ে পুরো দলকে বদলে দিয়েছেন। তিনি এই দলে একটি সংস্কৃতি এনে দিয়েছেন। একটি হলো জয়ের সংস্কৃতি, অন্যটি একসঙ্গে লেগে থাকার।’

 

অধিনায়ক আরও বলেন, ‘আমাদের দলের সীমাবদ্ধতা নিয়ে তিনি যেভাবে গত তিন বছর আমাদের চালিয়েছেন সেটা অন্য কেউ করতে পারতো বলে আমার মনে হয় না। তার ওই প্রচেষ্টারই পুরস্কার আজকের এমন দিন।’

দলের খেলোয়াড়দের সম্পর্ক কতটা মজবুত এবং জয়ের নেশা বা কতটা তা হয়তো অধিনায়কের দুই লাইনেই পরিস্কার। কোচ পুরো দলকে বেঁধে রেখেছেন এক মন্ত্রে। যে মন্ত্রে সামনের দিনেও এগিয়ে যেতে চায় দলটি।

ম্যাচ সেরা জ্যান ফ্রাইলিংক বলেছেন, ‘আমি এই মুহূর্তে ভাষা খুঁজে পাচ্ছি না কিছু বলার। আমরা যা করার কথা ভেবেছিলাম আমরা সেটই অর্জন করলাম। আমি এই মুহূর্তে খুবই রোমাঞ্চিত। জেজে আসার পর কয়েকটা বাউন্ডারি মেরে আমার ওপর থেকে চাপ নামিয়ে নিয়েছিল, এরপর আমি ও সে দলীয় স্কোর প্রতিদ্বন্দ্বিতামূলক জায়গায় নিলাম। (বোলিং নিয়ে) আমরা আমাদের পরিকল্পনায় লেগে ছিলাম, ভালো লেংথে বল করার পাশাপাশি চাইছিলাম তারা ভুল করুক।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...