ঢাকা | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১

আফগানদের কাছে লজ্জার হার বাংলাদেশের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২২ ০৩:১৮

আফগানিস্তানের কাছে হারল বাংলাদেশ। ছবি: আইসিসি আফগানিস্তানের কাছে হারল বাংলাদেশ। ছবি: আইসিসি

নট আউট ডেস্কঃ ত্রিদেশীয় সিরিজে ভরাডুবির পর, বিশ্বকাপের শুরুটাও ভালো হলো না বাংলাদেশের। টি-টোয়েন্টি বিশ্বকাপে মূল পর্বে নামার আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে হারের স্বাদ পেতে হয়েছে সাকিব আল হাসানের দলকে। 

ব্রিসবেনে এদিন আগে ব্যাট করে ইব্রাহিম-নবীদের ব্যাটে ১৬০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে আফগানিস্তান। জবাবে ফারুকীদের বোলিং তাণ্ডবে দলীয় পঞ্চাশ পার করার আগেই সাত উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৮ রানে থামে বাংলাদেশ। ফলে ৬২ রানের দাপুটে জয় পায় আফগানিস্তান। 

নিছক প্রস্তুতির ম্যাচ হলেও ম্যাচটা ছিল বাংলাদেশের জন্য ঘুরে দাঁড়ানোর। এমন ম্যাচেই ব্রিসবেনে আগে ব্যাটিং করতে নেমে মোহাম্মদ নবী ও ইব্রাহিম জাদরানের ব্যাটে চড়ে বড় সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করে ইব্রাহিম। অন্যদিকে ঝড় তোলা নাবী খেলেন ১৭ বলে আনবিটেন ৪১ রানের ইনিংস। বাংলাদেশের পক্ষে তিনটি উইকেট শিকার করেন পেসার তাসকিন আহমেদ। অধিনায়ক সাকিব আল হাসান ও হাসান মাহমুদ নেন দুইটি করে উইকেট। 

১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লে'র মধ্যেই ২৬ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় বাংলাদেশ। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। ওপেন করতে নামা মেহেদী মিরাজের টেস্ট মেজাজের ব্যাটিং এর মাঝেই বাড়িয়েছে বিরক্তি। তবে দলীয় পঞ্চাশ পার করার আগেই বাংলাদেশ হারায় আরও তিন উইকেট। মিরাজ করেন ১৬ রান, সোহানের ব্যাট থেকে আসে ১৩ রান। 

শেষ দিকে তাসকিন-মুস্তাফিজদের নিয়ে দলের সংগ্রহটা খানিকটা বাড়িয়েছেন মোসাদ্দেক সৈকত। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ৯৮ রানে থামে বাংলাদেশের ইনিংস। মোসাদ্দেক করেন ২৯ রান, মুস্তাফিজ অপরাজিত থাকেন ১০ রান করে। অন্যদিকে টপ অর্ডারে ব্যর্থতার দিনে সাকিব ফিরেছেন এক রানে। রানের খাতা খোলার আগেই ফিরেছেন আফিফ-রাব্বীরা। শান্ত করেন ৯ রান।

আফগানিস্তানের পক্ষে ফজল হক ফারুকী ৩ উইকেট নিয়েছে। এছাড়া ফরিদ আহমেদ নিয়েছেন ২ উইকেট।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...