ঢাকা | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১

কোভিড পজিটিভ হলেও খেলা যাবে বিশ্বকাপ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২২ ০৪:৩৩

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ করোনা ইস্যুতে যে কয়েকটি দেশ সবচেয়ে বেশি কঠোর ভূমিকা পালন করেছে তাদের একটি অস্ট্রেলিয়। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে অনেকটাই শিথিলতা এনেছে দেশটির সরকার। কোন খেলোয়াড় করোনা পজিটিভ হলেও খেলতে পারবে ম্যাচ। দেশটির এমন সিদ্ধান্তের পর আইসিসিও কোভিড পজিটিভ হওয়া ক্রিকেটারকে বিশ্বকাপ খেলার সুযোগ দিবে। 

 

গেল বিশ্বকাপে যদিও কঠোর নিয়ম মানতে হয়েছে প্রতিটি দলকে। তবে বর্তমানে করোনা কমে যাওয়ায় কোন ধরনের জৈব সুরক্ষা বলয় থাকছে না। 

 

আইসিসি জানিয়েছে, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটারদের জন্য কোভিড টেস্ট বাধ্যতামূলক নয়। কোন ক্রিকেটারের মাঝে উপসর্গ দেখা দিলেই কেবল তার কোভিড পরীক্ষা করানো হবে। কোন ক্রিকেটার কোভিড পজিটিভ হলে তাকে দলের বাকিদের থেকে দূরে রাখতে হবে।


কোভিড পজিটিভ হওয়া সেই ক্রিকেটার কারও সংস্পর্শে আসতে পারবেন না। তবে চাইলে সেই ক্রিকেটার ম্যাচ খেলতে পারবেন। যদিও সেটা পুরোপরি নির্ভর করবে দলগুলোর ওপর। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেই ক্রিকেটার খেলার মতো অবস্থায় থাকলে তাকে একাদশে রাখতে পারবে দলগুলো।

 

-নট আউট/এমআরএস

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...