একটা জয়ের খোঁজে বাংলাদেশ
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২২ ০৭:৪৮

স্পেশাল করেসপন্ডেন্ট: টি-২০ তে জয় যেন দূর গ্রহের বস্ত হয়ে গেছে বাংলাদেশ দলের জন্য। এই ফরম্যাটে টানা ৫ ম্যাচ হেরেছে টাইগাররা। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচে হেরে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেলতে আসে সাকিব আল হাসানের দল।
বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচেও হারের হতাশাই বরণ করতে হলো। সোমবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠে আফগানিস্তান ৬২ রানে পরাজিত করেছে বাংলাদেশকে। আফগানদের ১৬০ রানের জবাবে টাইগাররা ৯৮ রানের বেশি তুলতে পারেনি।
মোসাদ্দেক হোসেন সৈকত বলছেন, টানা হারলেও মানসিকভাবে বাংলাদেশ দল। তবে গোটা দল স্বস্তিতে ফিরতে একটা জয় খুঁজে বেড়াচ্ছে। একটা জয় বদলে দিবে পুরো দলকে।
ব্রিসবেনে সোমবার মোসাদ্দেক বলেছেন, ‘মানসিকভাবে পিছিয়ে যাওয়ার কিছু নেই। একটা জয়ের মুহূর্ত আমাদের দরকার। জয় এলেই আমি মনে করি পুরো দলের চেহারা বদলে যাবে। সেই বিশ্বাসটা আমার মনে হয় সবার করা উচিত।’
টানা হারের মিছিলে বাংলাদেশ দল, এমন সময় ক্রিকেটাররা কী আলোচনা করেন? মোসাদ্দেক জানালেন, ‘আপনারা শুধু মাঠের পারফরম্যান্সটা দেখছেন, আসলে দলের ভেতরে কী হচ্ছে বা প্লেয়ার সবাই একসঙ্গে কতভাবে চেষ্টা করছে সেটা শুধু আমরাই বলতে পারব। এবং আমাদের ম্যানেজমেন্ট যারা আছে তারা বলতে পারবে। এটা শুধু বলার জন্য বলা না, অবশ্যই সত্যি কথা আমরা কতভাবে চেষ্টা করছি যেন একটা জয় আমরা দেশবাসীকে এনে দিতে পারি।’
তিনি আরও বলেন, ‘এই জায়গায় আমি মনে করি একটা জয় যদি আমরা পাই, আমাদের টিম বন্ডিং এবং আমাদের পারফরম্যান্স অনেক ভালো হবে।’
উল্লেখ্য, আগামী ১৯ অক্টোবর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে সাকিব বাহিনী।
-নট আউট/এমজেএ/এমআরএস
দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই
শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান!
শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি
যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...

আপনার মূল্যবান মতামত দিন: