ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

অস্ট্রেলিয়ার কন্ডিশনের অনভিজ্ঞতায় পিছিয়ে বাংলাদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২২ ০৩:০২

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি সংগৃহীত বাংলাদেশ ক্রিকেট দল। ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্টঃ অস্ট্রেলিয়ার মাটিতে কখনোই আন্তর্জাতিক টি-২০ খেলেনি বাংলাদেশ দল। আইসিসির ক্যাপ্টেনস মিডিয়া ডে বিষয়টি সারা বিশ্বের সামনে তুলে ধরেছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপ দিয়েই সাকিব ও বাংলাদেশের সব ক্রিকেটার প্রথমবার অস্ট্রেলিয়ায় টি-২০ ম্যাচ খেলবেন।
অস্ট্রেলিয়ার কন্ডিশনে না খেলা, এই কন্ডিশনের অনভিজ্ঞতা বাংলাদেশকে পিছিয়ে রাখছে বিশ্বকাপে। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এমনটাই মনে করেন।


মঙ্গলবার ব্রিসবেনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচক বলেন, ‘টিম ম্যানেজমেন্ট একটা চিন্তা ভাবনা করে দল দেয়। তারপর মাঠের কাজ কিন্তু খেলোয়াড়দেরই। তবে আমি আশা করি খেলোয়াড়রা অভিজ্ঞতা নিয়েছে, অনেকগুলো ম্যাচ কিন্তু খেলে এসেছে। তবে অস্ট্রেলিয়ায় কিন্তু সেই অভিজ্ঞতা আমাদের নেই। কারণ বিগ ব্যাশে আমাদের কিন্তু কেউ খেলে না। সেই হিসেবে আমরা অনেক পিছিয়ে আছি এই জায়গায়।’


বিশ্বকাপ শুরুর আগে কঠিন অবস্থায় আছে বাংলাদেশ দল। টানা হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে টাইগাররা। সর্বশেষ প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে ৬২ রানে হেরেছে সাকিব বাহিনী।


ব্যাটিংয়ে বিশেষ করে টপ অর্ডারের ব্যর্থতায় চিন্তিত নান্নু। সাবেক এ অধিনায়ক বলেন, ‘টিমের অনেকগুলো খেলোয়াড়কে চেষ্টা করা হচ্ছে টপ অর্ডারে। ভালো না খেললে অনেক ধরনের কথা আসেই, ভালো না খেললে এ জিনিসটা আসবেই। আমি মনে করি খেলোয়াড়দেরও পারফর্ম্যান্সের অ্যানালাইসিস করতে হবে।’


প্রধান নির্বাচক আরও বলেন, ‘তারপরও আমি মনে করি পূর্ব অভিজ্ঞতা থেকে খেলোয়াড়রা যদি সব মানিয়ে নিতে পারে আর বিশ্বকাপের আগের সেশনগুলো যদি ভালো কাটাতে পারে তাহলে নিজেদের প্রস্তুত করে ভালো ক্রিকেটটা খেলতে পারবো।’


উল্লেখ্য, আগামীকাল (১৯ অক্টোবর) বিশ্বকাপের অফিসিয়াল দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ দল। ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠে ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...