ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

বিশ্বকাপে ক্যারিয়ারের সেরা ক্যাচটি ধরতে চান হার্দিক

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২২ ১৯:৩৪

হার্দিক পান্ডিয়া। ছবি সংগৃহীত হার্দিক পান্ডিয়া। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ দিন কয়েক আগেই দক্ষিণ আফ্রিকার সাবেক গ্রেট জ্যাক ক্যালিস বলেছিলেন বিশ্বকাপ মাতাতে পারবেন হার্দিক। এই অলরাউন্ডারের খেলা দেখতে তিনি মুখিয়ে আছেন বলেও জানিয়েছেন। বাস্তবিক অর্থে হার্দিককে সমীহ না করার সুযোগ নেই। বিশ্বকাপ ঘিরে নিজের পরিকল্পনার কথাও জানিয়েছেন হার্দিক। 

 

হার্দিক বলেন, ‘সৃষ্টিকর্তা আমার প্রতি সদয় হয়েছেন। আমার ফিটনেস ভালো হয়েছে। আমি আমার কোচ দিলীপ স্যারের সঙ্গে ফিল্ডিংয়ে অনেক সময় কাটিয়েছি। এখন আমি আমার মতো করে সময় কাটাচ্ছি এবং কঠিন কঠিন ক্যাচ ধরছি। আমি যে হার্দিককে চিনি সে ডাইভ করে বল থামাতে পারে। এই বছর আমার লক্ষ্য এমন একটি ক্যাচ ধরা যা আমার সেরা ক্যাচগুলির মধ্যে একটি হতে পারে।’


বিশ্বকাপের মূল পর্ব শুরু হওয়ার বেশ আগেই অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছে ভারত। এর ফলে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অনেক সহজ হয়েছে বলে মনে করেন ভারতীয় এই অলরাউন্ডার। এরই মধ্যে তারা একটি প্রস্তুতি ম্যাচও খেলে ফেলেছে।

 

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচে হার্দিক ব্যাট হাতে করেছিলেন ২৭ রান। প্রস্তুতি ম্যাচের রানকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না হার্দিক। তিনি মনে ব্যাটের সঙ্গে বলের সংযোগই একজন ব্যাটারের জন্য ইতিবাচক দিক। সেদিক থেকে নিজেকে বেশ তৈরিই মনে করছেন হার্দিক।

 

তিনি বলেন,‘এটা এখানে রান নিয়ে নয়,ম্যাচ নিয়ে আমার চিন্তাভাবনা,পরিস্থিতি কেমন এবং আমি কীভাবে এর সঙ্গে মানিয়ে নিতে পারব তা নিয়ে। আমি ২১ বল খেলেছি, যা ব্যাটের মাঝখানে লেগেছিল। অনুশীলন ম্যাচের দৃষ্টিকোণ থেকে এটি একটি ইতিবাচক দিক ছিল।’

অস্ট্রেলিয়ার কন্ডিশন নিয়ে এই পেস বোলিং অলরাউন্ডার বলেন, 'কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারলে আপনি অনেক রান করতে পারবেন। একজন পেস বোলার হিসেবেও আপনাকে কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে। নিজের দায়িত্ব পালন করতে হলে আপনাকে এটা করতেই হবে। এটা চ্যালেঞ্জিং হবে সবাই জানে।'

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...