ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

ডাচদের হারিয়ে সুপার টুয়েলভে এশিয়ার রাজারা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২২ ০০:১৫

১৬ রানের জয় পেয়েছে শ্রীলঙ্কা। গেটি ইমেজ ১৬ রানের জয় পেয়েছে শ্রীলঙ্কা। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ নামিবিয়ার কাছে বিধ্বস্ত হয়ে বিশ্বকাপ শুরু করা শ্রীলঙ্কা, আরব আমিরাতকে বড় ব্যবধানে হারিয়ে সেই ক্ষতি অনেকটাই দিয়েছিল পুষিয়ে। সুপার টুয়েলভের সমীকরণ জমিয়ে তুলতে তাই নিজেদের শেষ ম্যাচ জিতলেই চলতো তাঁদের৷ এমন ম্যাচেই টেবিল টপার নেদারল্যান্ডসকে হারিয়ে, ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় এখন শ্রীলঙ্কা। তাতেই শঙ্কায় পড়েছে দুই জয়ে বিশ্বকাপ শুরু করা নেদারল্যান্ডসের সুপার টুয়েলভে খেলা নিয়ে।

জিলংয়ে এদিন টস জিতে ব্যাট করে কুশল মেন্ডিসের ব্যাটে চড়ে ১৬২ রানের সংগ্রহ গড়ে শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় নেদারল্যান্ডস। শেষ দিকে ম্যাক্স ও'ডাউদের আনবিটেন ৭১ রানে ভর করে হারের ব্যবধানটা কমিয়ে আনে ডাচরা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রানে থামে নেদারল্যান্ডসের ইনিংস। ১৬ রানের জয়ে সুপার টুয়েলভে এক পা দিয়ে রাখল শ্রীলঙ্কা। 

লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডস। দলীয় পঞ্চাশ পার করার আগেই হারায় তিন উইকেট। এর আর ম্যাচে ফিরতে পারেনি ডাচরা। ওপেনার ম্যাক্স ও’দাউদ একাই লড়াই চালিয়ে যান। তবে পাননি কারো সঙ্গ। এই ওপেনার তুলে নেন হাফ সেঞ্চুরি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৪৬ রানে থামে নেদারল্যান্ডসের ইনিংস। 

৬ চার ও ৩ ছক্কায় ৫৩ বলে ৭১ রানে অপরাজিত থাকেন ও'ডাউদ। এছাড়া অধিনায়ক এডওয়ার্ডস করেন ২১ রান। 

 লঙ্কানদের পক্ষে ২৮ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন ওয়ানিন্দু হাসারাঙা। মাহিশ থিকসানা নেন ২টি উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করে, নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেন কুশল মেন্ডিস। এছাড়া চারিত্রা আসালাঙ্কার ব্যাট থেকে আসে ৩১ রান। ভানুকা রাজাপাকসে করেন ১৪ রান। নেদারল্যান্ডসের পক্ষে ডি লিডে ও মেকরিনের শিকার দুটি করে উইকেট। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...