ঢাকা | বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

ইতিহাস গড়ে নামিবিয়াকে নিয়ে ডুবল আরব আমিরাত

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২২ ০৪:০৩

বৃথা গেল ডেভিড ভিসার চেষ্টা। গেটি ইমেজ বৃথা গেল ডেভিড ভিসার চেষ্টা। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ নামিবিয়ার জন্য সমীকরণটা ছিল সহজই। আরব আমিরাতকে হারাতে পারলেই সুপার টুয়েলভে খেলা দ্য ঈগলসদের হয়ে যেত নিশ্চিত। অন্যদিকে লঙ্কানদের কাছে হেরে কপাল পুড়তো পারত নেদারল্যান্ডসের। তবে পঁচা শামুকে পা কেটেই বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হলো নামিবিয়াকে। দ্বিতীয় দল হিসেবে ‘এ’ গ্রুপ থেকে শ্রীলঙ্কার সঙ্গে সুপার টুয়েলভ নিশ্চিত করল নেদারল্যান্ডস। 

জিলংয়ে এদিন আগে বল করে আরব আমিরাতকে ১৪৮ রানের মধ্যেই আটকে দেখে নামিবিয়া। জবাবে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৭০ রানের মধ্যে সাত উইকেট হারিয়ে বিপাকে পড়ে তাঁরা। এরপর ডেভিড ভিসার ঝড়ো ব্যাটিংয়ে ফের ম্যাচে ফিরে নামিবিয়া। তবে হয়নি শেষ রক্ষে। লক্ষ্য থেকে মাত্র সাত রান দূরে থাকতেই থামে দ্য ঈগলসদের ইনিংস। তাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম জয়ের স্বাদ পায় আরব আমিরাত।

এদিন আগে ব্যাট করতে নেমে ওপেনার মোহাম্মদ ওয়াসিমের হাফ সেঞ্চুরির পরও, বোর্ডে লড়াই করার মতো পুঁজি তুলতে পারেনি আরব আমিরাত। তবে শেষ দিকে অধিনায়ক রিজওয়ান ও বাসিম হামিদের ঝড়ো ব্যাটিংয়ে মাঝারি সংগ্রহ গড়ে দলটি। এরি দুজনের দুর্দান্ত ব্যাটিংয়েই শেষ দুই ওভারে আরব আমিরাত সংগ্রহ করে ৩২ রান। 

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে আরবরা পায় ১৪৮ রানের পুঁজি। অধিনায়ক রিজওয়ান অপরাজিত থাকেন ৪৩ রানে। বাসিল হামিদের ব্যাট থেকে আসে ২৫ রান। 

লক্ষ্য তাড়া করতে নেমে আরবদের বোলিং তোপের মুখে পড়ে নামিবিয়া। তাতেই পঞ্চাশের আগে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় নামিবিয়া। বাকিদের এমন আসা যাওয়ার মিছিলে একাই লড়াই করেন ডেভিড ভিসা। শেষ দিকে তাকে দারুণ সঙ্গ দেন ট্রুম্যান। এই দু'জনের ব্যাটিংয়ে অবিশ্বাস্যভাবে ম্যাচে ফিরে নামিবিয়া। ঝড়ো ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন ভিসা।

জয়ের জন্য শেষ দুই ওভারে নামিবিয়ার প্রয়োজন ছিল ২০ রান। ১৯তম ওভারে জহুর খানের দুর্দান্ত বোলিং নামিবিয়া তুলতে পারে মাত্র ৬ রান। তাতেই সমীকরণ হয়ে যায় ৬ বলে ১৪। ইনিংসের ফাইনাল ওভার করতে এসে প্রথম তিন বল থেকে মাত্র ৪ রান খরচ করেন ওয়াসিম। ওভারের চর্তুথ বলে ভিসা ফেরালে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় নামিবিয়া। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪১ রানে থামে তাঁদের ইনিংস। 

৭ রানের জয়ে ইতিহাস রচনা করে আরব আমিরাত। ৩টি করে চার ও ছক্কায় নামিবিয়ার পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন ডেভিড ভিসা। এছাড়া ট্রুম্যান কিরেন ২৫ রান। আরব আমিরাতের পক্ষে দুটি করে উইকেট নেন জহুর খান ও বাসিল হামিদ। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...